ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৫:০৯, ২০ অক্টোবর ২০১৭

নতুন গবেষণা

পানি নিরোধক ই-রিডার পানিতে ভিজবে না, এমনকি সাড়ে ছয় ফুট পানির নিচে ডুবে গেলেও ঠিকই কাজ করবে নতুন প্রযুক্তির ই-রিডারটি । এর নাম ‘কিন্ডল ওয়েসিস’। সাত ইঞ্চি স্ক্রিনের নতুন ই-রিডারটি কাজে লাগিয়ে বাথটাবে গোসলের সময়ও বইপড়ার আনন্দ মিলবে। দাম পড়বে ২৫০ ডলার। সূত্র : ডেইলি মেইল ম্যাসাজ বিশেষজ্ঞ রোবট ম্যাসাজের মাধ্যমে শরীরের পেছনে এবং হাঁটুর ব্যথা দূর করতে পারে এমা। সঠিক নিয়মে ম্যাসাজ করার জন্য হাতের তালু ও আঙ্গুলের আদলে বিশেষ যন্ত্রও রয়েছে রোবটটিতে। সিঙ্গাপুরে দেখা মিলবে ম্যাসাজ বিশেষজ্ঞ রোবটটির। সূত্র : বিবিসি
×