ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুনতাহা ইসলাম

আরামদায়ক তাঁতের পোশাক

প্রকাশিত: ০৫:০৪, ২০ অক্টোবর ২০১৭

আরামদায়ক তাঁতের পোশাক

উপমহাদেশের পোশাক শিল্পের একটি বড় অংশজুড়ে রয়েছে তাঁতশিল্প। সরকারী উদ্যোগে এবং ডিজাইনারদের ভূমিকায় এর অবস্থান চলে গেছে আরও এক ধাপ ওপরে। প্রতিদিনের পোশাক হিসেবে হাতে তৈরি তাঁতবস্ত্র পরার সবচেয়ে ভাল উপায় হচ্ছে এ কাপড়ের মধ্যে আরামদায়ক স্টাইল বেছে নেয়া। বর্তমানে ভারতে অনেক ডিজাইনার আছেন যারা এ তাঁতবস্ত্র নিয়ে বিভিন্ন স্টাইলের ক্যাজুয়াল পোশাক তৈরি করছেন। যে কেউ সারা দিনই তাঁতের পোশাক পরে থাকতে পারেন। খাদি টপস পরে অফিসে, অন্ধ্র কটনের কুর্তি ও ধুতি এবং অবশ্যই বিভিন্ন জায়গায় পরার জন্য আছে শাড়ি। এছাড়া নাইটওয়্যার হিসেবে পরার জন্য আছে কটন ও বিদেশী সিল্ক। আমরা যেটা করছি সেটা হচ্ছে ঐতিহ্যগত দোপাট্টা কিংবা শাড়িতে তাঁতের কাপড় ব্যবহার না করে এটাকে আধুনিক রূপে উপস্থাপন করছি। এতে আধুনিক কাট এবং ফিনিশিংয়ের মাধ্যমে দিন দিন এমন স্টাইল করা হচ্ছে যে এটা শহুরে পোশাকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ভারতীয় তাঁতবস্ত্র একইসঙ্গে অনেকভাবে পরার জন্য এতই উপযুক্ত যে সারাদিন পরার জন্য খাদি জ্যাকেট ও আইক্যাট টুনিক তৈরি করা যেতে পারে। আবার সন্ধ্যার পোশাক মাহেস্বরি কাফতান তৈরি করা যেতে পারে।
×