ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হামলা, মামলা

খুলনায় চোখ হারানো শাহজালালের পরিবার দিশেহারা

প্রকাশিত: ০৪:৪০, ২০ অক্টোবর ২০১৭

খুলনায় চোখ হারানো শাহজালালের পরিবার দিশেহারা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় ছিনতাইয়ের অভিযোগে চোখ হারানো যুবক শাহজালালের বাসায় স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রীর নেতৃত্বে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় শাহজালালের স্ত্রী, তার মা, শাশুড়িসহ পরিবারের ৫-৬ সদস্য আহত হয়েছেন। পুলিশের বিরুদ্ধে চোখ তুলে নেয়ার অভিযোগ এনে শাহজালালের সংবাদ সম্মেলন করার তিন দিনের মাথায় এবং শাহজালালের বিরুদ্ধে দায়েরকৃত ছিনতাই মামলার বাদী মুক্তিযোদ্ধা শুকুর আহম্মদের কন্যা সুমা আক্তারের সংবাদ সম্মেলন করার দিন বুধবার রাত ৮টার দিকে নগরীর খালিশপুরের নয়াবাটি রেললাইন বস্তি কলোনির বর্তমান বাসায় এ হামলার ঘটনা ঘটেছে। শাহ জালাল ও তার পরিবারের সদস্যরা নানামুখী চাপ এবং হামলা-মামলায় দিশেহারা বলে জানান শাহজালালের বাবা জাকির হোসেন। জাকির হোসেন বলেন, এমনিতে তারা নানামুখী চাপে স্বস্তিতে নেই। এ রকম পরিস্থিতিতে পরিবারের সদস্যরা বুধবার রাতে ঘরে অবস্থানকালে আকস্মিকভাবে বাসায় হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার লিমার নেতৃত্বে ১০-১২ নারী-পুরুষের একটি দল ঘরে প্রবেশ করে তার ছেলে শাহজালালের নাম ধরে ডাকতে থাকে। আর বলে, আমাদের ছিনতাইকৃত টাকা ও সোনার চেনসহ অন্যান্য মালামাল কই’। এই বলে তারা এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় তার পুত্রবধূ রাহেলা বেগম, তার মা রানী বেগম, শাহজালালের মা রেনু বেগমসহ পরিবারের ৫-৬ জন আহত হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাসলিমা আক্তার লিমা ও এক নারীকে অবরুদ্ধ করে রাখে। এর কিছুক্ষণ পর স্থানীয় এক যুবলীগ নেতার নাম বলে কয়েকজন এসে তাদের সেখান থেকে নিয়ে যায়। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান বলেন, এর সঙ্গে শাহজালালের মায়ের মামলার কোন যোগসূত্রতা নেই। পুরনো একটি দেনা-পাওনার বিষয় নিয়ে কয়েক মহিলা শাহজালালদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আওয়ামী লীগ নেত্রী লিমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার সংগঠনের এক নেত্রী জানান, তিনি শুনেছেন গত ৫ এপ্রিল লিমার মেয়ে নগরীর কাস্টমস মোড়ে ছিনতাইয়ের শিকার হয়। মোবাইল, চেন, তার কাছে থাকা টাকা নিয়ে যায়। পরবর্তীতে ছিনতাই হওয়া মোবাইল শাহজালালের বাসা থেকে উদ্ধার করা হয়। বুধবার বঙ্গোবাসী স্কুলে একটি অনুষ্ঠানে বসে লিমা জানতে পারেন শাহজালাল তার বাড়িতে অবস্থান করছে। এ খবর পেয়ে তিনিসহ কয়েকজন ওই বাড়িতে গিয়ে ছিনতাইকৃত মালামাল চান। তখন শাহজালালের পরিবারের সদস্য ও সহযোগীরা তাদের ওপর হামলা করে। গত ১৮ জুলাই রাতে ছিনতাইয়ের অভিযোগে মোঃ শাহজালালের দুই চোখ নষ্ট করে দেয়া হয়। শাহাজালাল পুলিশকে দায়ী করলেও পুলিশ তা আস্বীকার করে। ছিনতাই মামলার বাদী মুক্তিযোদ্ধা শুকুর আহম্মদের কন্যা সুমা আক্তারও বলেছেন, জনতা ছিনতাইকারী শাহাজালালের চোখ নষ্ট করে দিয়েছে। এদিকে, ছেলের চোখ তুলে নেয়ার ঘটনায় মা রেনু বেগম বাদী হয়ে খালিশপুর থানার ওসিসহ ১৩ জনকে আসামি করে গত ৭ সেপ্টেম্বর আদলতে মামলা দায়ের করেন।
×