ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবির নতুন প্রক্টর গোলাম রাব্বানী

প্রকাশিত: ০৪:১৪, ২০ অক্টোবর ২০১৭

ঢাবির নতুন প্রক্টর গোলাম রাব্বানী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. একে এম গোলাম রাব্বানী। আগামী রবিবার থেকে এই নিয়োগ কার্যকর হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে এক পত্রের মাধ্যমে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২’র ১১ অধ্যায়ে বর্ণিত দায়িত্ব ও কর্মপদ্ধতি অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করবেন। অধ্যাপক গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ইংল্যান্ডের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে তিনি এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
×