ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় প্রতিপক্ষকে ফাঁসাতে সৎভাইকে হত্যা ॥ ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ০৪:১৪, ২০ অক্টোবর ২০১৭

কুমিল্লায় প্রতিপক্ষকে ফাঁসাতে সৎভাইকে হত্যা ॥ ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ অক্টোবর ॥ এলাকায় আধিপত্য বজায় রাখতে ও প্রতিপক্ষকে ফাঁসাতে মেঘনা উপজেলায় আমির হোসেন নামে এক ব্যক্তিকে তারই সৎভাই দেলোয়ার হোসেন সহযোগীদের নিয়ে হত্যার পর লাশ খালের পানিতে ফেলে দেয়। পরে ঘাতকচক্রটি প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা করতে পুলিশ সুপারের কার্যালয়ে সহযোগিতা চাইতে গিয়ে নিজেরাই ফেঁসে যায়। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে কিলিং মিশনে অংশ নেয়া দুই ঘাতক, এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে। গত ১৫ অক্টোবর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন সংবাদ সম্মেলন করে এ হত্যাকান্ডের বর্ণনা দেন। জানা যায়, মেঘনা উপজেলার চালিভাঙ্গা (ইসলামপুর) গ্রামের হানিফ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন তার প্রতিপক্ষ একই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুনসহ তার গ্রুপের লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা করতে সহযোগীদের নিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গত ১৫ অক্টোবর রাতে গোপন বৈঠক করে। পরে দেলোয়ার তার সৎভাই আমির হোসেনকে (৪২) মোবাইল ফোনে বাড়ি থেকে সোনারগাঁ এলাকায় ডেকে নেয়। একই রাতে সেখান থেকে বাড়ি ফেরার কথা বলে মেঘনা উপজেলার পাগাড়িপাড়া এলাকায় খালে এসে নৌকার ভেতরই আমির হোসেনকে চাপাতি ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ পানিতে ফেলে দেয় ঘাতকচক্র। কিন্তু দেলোয়ার ঘটনা গোপন রেখে তাদের ওপর প্রতিপক্ষ হামলা চালিয়েছে বলে এলাকা ও পুলিশে খবর দেয়। এদিকে গত ১৭ অক্টোবর এলাকার ওই খাল থেকে মেঘনা থানা পুলিশ আমির হোসেনের মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করে। পরে একই দিন দুপুরে নিহতের স্ত্রী মোর্শেদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নিহত আমিরের সৎভাই দেলোয়ার হত্যাকান্ডের নায়ক হলেও সে মরদেহ উদ্ধারের দিন স্থানীয় চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যান লতিফ সরকার ও মেম্বার নুরুল ইসলামকে নিয়ে আমার কার্যালয়ে এসে ঘটনার উল্টো বর্ণনা দিয়ে হত্যাকা-ের জন্য তাদের প্রতিপক্ষ হুমায়ুন চেয়ারম্যান গ্রুপকে দায়ী করে।
×