ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের বাজারে পিছিয়ে পড়ছে তৈরি পোশাক

প্রকাশিত: ০৩:৫৭, ২০ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রের বাজারে পিছিয়ে পড়ছে তৈরি পোশাক

বন্দরে পণ্য খালাস জটিলতাসহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বুধবার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমানের অভিযোগ, চট্টগ্রাম বন্দরে পোশাক শিল্পের জন্য আমদানি করা মালামাল খালাস ও রফতানি পণ্য জাহাজীকরণের জটিলতা দিন দিন বাড়ছেই। বড় বড় ক্রেতারাও এ নিয়ে অভিযোগ করছেন। তিনি জানান, কত দ্রুত এ সমস্যার সমাধান হয় তা নিয়েই আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। এ সময় রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে পোশাক কারখানার মান উন্নয়নে কাজ করা, বিদেশী ক্রেতাদের সংগঠন এ্যাকর্ড ও এ্যালায়েন্সের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বার্নিকাট। -অর্থনৈতিক রিপোর্টার ১৩ লাখ গাড়ি প্রত্যাহার করবে ফোর্ড উত্তর আমেরিকা অঞ্চল থেকে ১৩ লাখ গাড়ি প্রত্যাহার করবে বিশ্বের অন্যতম সেরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। গাড়িগুলোর দরজা দিয়ে পানি চুয়ে পড়ার কারণে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে বাজারে আসা ফোর্ড এফ-১৫০ মডেল ও ২০১৭ সালে বাজারে আসা ফোর্ড সুপার ডিউটি ট্রাকগুলো প্রত্যাহার করা হবে। এদিকে এই বিপুলসংখ্যক গাড়ি প্রত্যাহারের কারণে কোম্পানিটি ২৬ কোটি ৭০ লাখ ডলারের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। এর ফলে আসন্ন চতুর্থ প্রান্তিকে বিশাল ক্ষতির মুখে পড়তে যাচ্ছে কোম্পানিটি।-অর্থনৈতিক রিপোর্টার
×