ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাইটারেজ জাহাজ সঙ্কটে ব্যাহত হচ্ছে আমদানিকৃত গম খালাস

প্রকাশিত: ০৩:৫৫, ২০ অক্টোবর ২০১৭

লাইটারেজ জাহাজ সঙ্কটে ব্যাহত হচ্ছে আমদানিকৃত গম খালাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ লাইটার জাহাজ সঙ্কটে ব্যাহত হচ্ছে সরকারের আমদানি করা গমের খালাস কাজ। খাদ্য বিভাগ বলছে, এ সঙ্কট দ্রুত দূর করা না গেলে ৫ লাখ মেট্রিক টন সরকারী গম সময়মতো বাজারজাতকরণ অনিশ্চিত হয়ে পড়বে। সমস্যাকে পুঁজি করে ভবিষ্যতে সরবরাহকারী বাড়াতে পারে গমের দামও। তবে লাইটার মালিকদের দাবি, বহরে থাকা অর্ধেকের কাছাকাছি জাহাজ বিভিন্ন ঘাটে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে ব্যবসায়ীরা। ফলে খাদ্যসহ সব ধরনের পণ্য খালাসে প্রয়োজনীয় লাইটার সরবরাহ সম্ভব হচ্ছে না। গত ৭ অক্টোবর রাশিয়া থেকে দেশে পৌঁছে রিভার গ্লোব নামে একটি জাহাজ। যেখানে রয়েছে সরকারীভাবে আনা ৫১ হাজার ৭৬২ মেট্রিক টন গম। শিপিং এজেন্ট জানিয়েছে, জাহাজটি থেকে দিনে অন্তত ৪ হাজার মেট্রিক টন গম খালাসের চাহিদা রয়েছে। তবে লাইটার সঙ্কটে সম্ভব হচ্ছে ১ থেকে দেড় হাজার। সরকার চলতি বছর ৫ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নেয়। যার প্রথম চালান নিয়ে আসে এ জাহাজটি। বাকি গম পর্যায়ক্রমে আগামী মাসের মধ্যে আসার কথা। খাদ্য কর্মকর্তারা বলছেন, খালাস সঙ্কট পুরো প্রক্রিয়াকে কেবল জটিলই করে তুলবে না, তাতে ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কাও থেকে যায়। লাইটার মালিকরা বলছেন, ভাড়া নেয়ার পর পণ্য খালাস না করে বিভিন্ন ঘাটে অসংখ্য জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে ব্যবসায়ীরা। বর্তমানে চলাচলরত সাড়ে ৯শ’ লাইটারের মধ্যে অন্তত ৪৬৩টি এক মাসের বেশি সময় ধরে আটকা পড়েছে বিভিন্ন স্থানে। সংশ্লিষ্টরা বলছেন, লাইটার জাহাজে নির্দিষ্ট সময়ের পর প্রতিদিন টনপ্রতি ভারিপণ্য ১২, সাধারণ ১৫ আর স্পর্শকাতর পণ্যের জন্য ২০ টাকা হারে ডেমারেজ গুনতে হয় আমদানিকারকদের। বিপরীতে গুদামভাড়া দুই-তিনগুণ। এই বিশাল ফারাকের কারণে প্রকট হয়ে উঠেছে লাইটার জাহাজ সঙ্কট।
×