ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা পেপার মিলের কাট-অফ প্রাইস ৮০ টাকা

প্রকাশিত: ০৩:৪২, ২০ অক্টোবর ২০১৭

বসুন্ধরা পেপার মিলের কাট-অফ প্রাইস ৮০ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিলামে বসুন্ধরা পেপার মিলের কাট-অফ প্রাইস হিসেবে ৮০ টাকা নির্ধারিত হয়েছে। গত ৭২ ঘণ্টার (১৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ১৯ অক্টোবর বিকেল ৫টা) নিলামে এই দর নির্ধারিত হয়েছে। জানা গেছে, কাট-অফ প্রাইসে ১২৫ কোটি টাকার শেয়ার ক্রয় করবেন নিলামে অংশগ্রহণকারী যোগ্য বিনিয়োগকারীরা। আর কাট-অফ প্রাইসের ১০ শতাংশ কমে অর্থাৎ ৭২ টাকায় প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৭৫ কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে। দেখা গেছে, বিডিংয়ে বসুন্ধরার শেয়ারে ৪৭৪ জন বিডার অংশগ্রহণ বা বিড করেছেন। এর মধ্যে ৯৬ জন বা ২০ শতাংশ ৮০ টাকা থেকে ৯০ টাকায় বিড করেছেন। এছাড়া ৩৭৮ জন বা ৮০ শতাংশ ৮০ টাকার নিচে ও ১৬৫ জন বা ৩৫ শতাংশ ২৫ টাকার মধ্যে বিড করেছেন। এদিকে সবচেয়ে বেশি ১০৯ জন বা ২৩ শতাংশ ২৫ টাকা করে দর হাঁকিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জন্য ৮০ দরে বিড করেছেন। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৫১ জন ৫০ টাকা করে বিড করেছেন। কোম্পানিটির শেয়ার বাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ১২৫ কোটি টাকার উপর বিডিং হয়েছে। এক্ষেত্রে বিডারদের সর্বোচ্চ ৯০ টাকা থেকে ৮০ টাকায় ১২৫ কোটি টাকা কাভার হয়েছে। যাতে প্রতিষ্ঠানটির কাট-অফ প্রাইস হয়েছে ৮০ টাকা। কাট-অফ প্রাইসে ১২৫ কোটি টাকার শেয়ার ক্রয় করবেন বিডিংয়ে অংশগ্রহণকারী যোগ্য বিনিয়োগকারীরা। আর কাট-অফ প্রাইসের ১০ শতাংশ কমে অর্থাৎ ৭২ টাকায় প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৭৫ কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে। বসুন্ধরা পেপারসের প্রতি শেয়ারে বিডিং শুরু হয় ৮৬ টাকা দিয়ে। শুরুতে একজন যোগ্য বিনিয়োগকারী প্রতি ৮৬ টাকা দরে ২ লাখ ৯০ হাজার ৬০০টি শেয়ার কেনার জন্য বিডিং করেন। এরপর থেকেই বিডিংয়ে শেয়ার দর কমতে থাকে। এদিকে কোম্পানিটির গত ৭২ ঘণ্টার বিডিংয়ে সর্বোচ্চ ৯০ টাকা ও সর্বনিম্ন ১১ টাকায় বিড হয়েছে। এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১০তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়। এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১০তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়। বসুন্ধরা উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচে ব্যয় করবে।
×