ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিলামে উঠতে চলেছে দাউদ ইব্রাহিমের সম্পত্তি

প্রকাশিত: ০৩:৪০, ২০ অক্টোবর ২০১৭

নিলামে উঠতে চলেছে দাউদ ইব্রাহিমের সম্পত্তি

দু’পর ফের নিলামে উঠতে চলেছে মাফিয়া ডন খ্যাত দাউদ ইব্রাহিমের সম্পত্তি। মুম্বাইয়ের রওনক আফরোজ যা দিল্লী জাইকা বলে পরিচিত এবং সঙ্গে আরও পাঁচটি সম্পত্তি যা দাউদের তা সবই নিলাম করা হবে। ভারতের অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে নোটিস জারি করেছে। গত দু’দশকে এ নিয়ে চারবার ডনের সম্পত্তি নিলামে উঠল। আজকাল। ১৪ নবেম্বর দাউদের মুম্বাই ও ঔরঙ্গাবাদের ফ্ল্যাট মিলিয়ে মোট ছয়সম্পত্তির নিলামের কাজ শুরু করা হবে। যার মূল্য ৫. কোটি রুপী। দামারওয়ালার ফ্ল্যাটে দাউদের ছোট ভাই ইকবাল কাসকরের নামে রয়েছে। ১৯৮০ সাল পর্যন্ত দেশ ছেড়ে পালানোর আগে এখানেই দাউদ থাকতেন। এছাড়াও ইয়াকুব স্ট্রীটের শবনম গেস্টহাউস, মাজগাঁওয়ের পার্ল হারবার বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট এবং ঔরঙ্গাবাদ জেলায় কারখানার জন্য ৬০০ স্কয়ার মিটারের জমি সবই দাউদের সম্পত্তি। ইয়াকুব স্ট্রীটে থাকা দাউদের শবনম গেস্টহাউসের সংরক্ষিত মূল্য ১. কোটি টাকা। দাউদের ভাই ইকবাল ও বোন হাসিনা পার্কার এই সম্পত্তির দেখাশোনা করত।
×