ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুসলিম বা খ্রীস্টান সন্ত্রাসী বলে কিছু নেই ॥ দালাইলামা

প্রকাশিত: ০৩:৩৯, ২০ অক্টোবর ২০১৭

মুসলিম বা খ্রীস্টান সন্ত্রাসী বলে কিছু নেই ॥ দালাইলামা

মুসলিম বা খ্রীস্টান সন্ত্রাসী বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন তিব্বতের স্বেচ্ছা নির্বাসিত বৌদ্ধ ধর্মীয় নেতা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দালাইলামা। বুধবার ভারতের মনিপুরের রাজধানী ইম্ফলে এক সফরে তিনি এ কথা বলেন। এনডিটিভি। তিন দিনের সফরের দ্বিতীয় দিনে এক সংবর্ধনায় দালাইলামা বলেন, মুসলিম, খ্রীস্টান বা অন্য ধর্মের কেউ যে মুহূর্তে সন্ত্রাসী হয়ে যায় তখন আর সে কোন ধর্মীয় মানুষ থাকে না। মিয়ানমারের মুসলিমদের উপর বৌদ্ধদের নৃশংস হামলাকে তিনি দুর্ভাগ্য বলে অভিহিত করেছেন। এ সময় তিনি বলেন, ভারত ঐতিহাসিকভাবে একটি বহু-ধর্ম জাতির দেশ। তাই বহু ধর্ম, মতের মানুষ ও নানা সম্প্রদায়ের ও বিশ্বাসের মানুষ এখানে বসবাস করে, ভারতকে অবশ্যই বহু গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ করতে হবে। দালাইলামা ১৯৫৯ সালে তিব্বত থেকে পালিয়ে এসে ভারতে বসবাস করেছেন এবং চীনের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে তার উত্তরাধিকারীকে সাহায্যের চেষ্টা করেছেন। দালাইলামা আরও বলেন, ভারত ও চীন মহান জাতি, অন্য কেউ এদের পরাজিত করার ক্ষমতা রাখে না। উভয়কেই একে অপরের পাশে থাকতে হবে, সীমানা নিয়ে কিছু সমস্যা থাকলেও আমি মনে করি না এটি কখনই গুরুতর হয়ে উঠবে।
×