ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনন্য রেজা করিম

আবার ‘গোলমাল’ আবার ‘তোলপাড়’

প্রকাশিত: ০৭:০৫, ১৯ অক্টোবর ২০১৭

আবার ‘গোলমাল’ আবার ‘তোলপাড়’

আবার আসছে গোলমাল। সবাই এখন গোলমালের অপেক্ষায়। বলিউডে এ নিয়ে দারুণ শোরগোল শুরু হয়েছে। গোলমাল ফ্রাঞ্চেইজির চতুর্থ সিনেমা ‘গোলমাল এগেইন’ মুক্তি পাচ্ছে এবারের দিওয়ালি উৎসবে। চলতি বছরের একটি প্রতীক্ষিত এবং আলোচিত সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে ‘গোলমাল এগেইন’। কমেডি ধাঁচের সিনেমা হিসেবে গোলমাল সিরিজের প্রতিটি পর্বই দর্শকনন্দিত হয়েছে বিপুলভাবে। এ বছর গোলমাল ফ্রাঞ্চেইজির ১০ বছর পূর্তি হতে যাচ্ছে। বলিউডের আগে কোন সিনেমার চার নম্বর সিক্যুয়াল তৈরি হয়নি, ‘গোলমাল এগেইন’ এর মাধ্যমে এক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হলো। সফল চিত্রনির্মাতা হিসেবে পরিচালক রোহিত শেঠির আজকের যে অবস্থান তার ভিত্তি তৈরি করেছিল ‘গোলমাল’ ছবিটি যা ২০০৬ সালে মুক্তি পায়। অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শারমান যোশি, রিমি সেন, পরেশ রাওয়াল, সুস্মিতা মুখার্জি অভিনীত দম ফাটানো হাসির ছবি ‘গোলমাল’ খুব সহজেই বিপুল দর্শককে আকৃষ্ট করেছিল। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পর রোহিত শেঠি আবার গোলমালের নতুন পর্ব ‘গোলমাল রিটার্ন’স নিয়ে আসেন ২০০৮-এ। এরপর ‘গোলমাল থ্রি’ মুক্তি পায় ২০১০ সালে। সব ছবিতেই অজয় দেবগন, তুষার কাপুর এবং আরশাদ ওয়ারসিকে দেখা গেছে। এবারের পর্ব ‘গোলমাল এগেইন’-এ তারা আছেন। আগের পর্বগুলোতে রিমি সেন ছাড়া কারিনা কাপুর, অমৃতা অরোরা, সেলিনা জেটলি, অঞ্জনা সুখানি, মিঠুন চক্রবর্তী, জনি লিভার, কুনাল খেমু, রতœা পাঠক শাহ প্রমুখকে দেখা গেছে। ‘গোলমাল এগেইন’ ছবিতে কারিনা কাপুরকে রাখার ইচ্ছে ছিল পরিচালক প্রযোজক রোহিত শেঠির। কিন্তু পুত্র সন্তানের মা হওয়ার পর পর কারিনা এ ছবির জন্য সময় বের করতে না পারায় তার জায়গায় অজয় দেবগনের বিপরীতে পরিণীতি চোপড়াকে নেয়া হয়েছে। গোলমাল সিরিজের নতুন এই ছবির সঙ্গে আরও যুক্ত হচ্ছেন টাবু, শ্রেয়াস তালপাড়ে, নীল নীতেন মুকেশ প্রমুখ। সম্পূর্ণ বিনোদন বলতে যা বোঝায় গোলমাল সিরিজের প্রতিটি সিনেমায় পেয়ে আসছেন সব শ্রেণীর সব বয়সী দর্শক। ফলে এবারের ছবি ‘গোলমাল এগেইন’ নিয়েও দর্শকদের মধ্যে দারুণ প্রত্যাশা সৃষ্টি হয়েছে। হিন্দী সিনেমার অঙ্গনে মন্দাভাব গ্রাস করায় এক ধরনের হতাশা এবং অনিশ্চয়তা গ্রাস করেছে। শাহরুখ খান, সালমান খান, কঙ্গনা রানাওত, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, আনুশকা শর্মা, রণবীর কাপুরদের সিনেমা যখন একের পর এক বক্স অফিসে ধরাশায়ী হচ্ছে সেখানে বড় বাজেটে নির্মিত তারকাবহুল ছবি গোলমাল এগেইন অতীতের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হবে কি? তেমন প্রশ্ন এখন বলিউডে বেশ উচ্চারিত হচ্ছে। ‘গোলমাল এগেইন’ ছবিতে অজয় দেবগনের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন নতুন প্রজন্মের নায়িকা পরিণীতি চোপড়া। গোলমাল সিরিজের ছবিতে নিজের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এতদিন ভাবতাম কমেডি সিনেমায় কাজ করা খুবই সহজ, তেমন বেগ পেতে হয় না, সিরিয়াস ধাঁচের সিনেমায় অভিনয় করাটা বেশ কঠিন মনে করতাম। কিন্তু এখন দেখছি সিরিয়াস ধাঁচের সিনেমায় অভিনয় করার চেয়ে কমেডি অভিনয় অনেক কঠিন। ‘গোলমাল’ টিমের সঙ্গে কাজ করতে গিয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করেছি। দর্শক এ ছবিতে ভিন্নভাবে আবিষ্কার করবেন আমাকে। দর্শক নিশ্চয়ই হতাশ হবেন না আমাকে দেখে আজকাল টাবুকে হিন্দী সিনেমায় খুব একটা দেখা যায় না। ‘গোলমাল এগেইন’ ছবিতে তাকে দেখা যাবে বিশেষ একটি চরিত্রে। বলিউডের এই গুণী মেধাবী অভিনেত্রী এবার কমেডি সিনেমায় নিজেকে তুলে ধরেছেন চমৎকারভাবে। পরিণীতি চোপড়ার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন টাবু। এক সঙ্গে কাজ করতে গিয়ে তাদের দু’জনের মধ্যে সুখকর অভিজ্ঞতা হয়নি। ‘গোলমাল এগেইন’ ছবিতে টাবু তার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত করতে সক্ষম হবেন, ধারণা করা হচ্ছে। এ ছবিতে দেখা যাবে গোপাল (অজয় দেবগন) মাধব (আরশাদ ওয়ারসি) লাকি (তুষার কাপুর), লক্ষণ প্রসাদ (শ্রেয়াস তালপাড়ে), লক্ষণ (কুনাল খেমু) আবর তাদের পুরনো বাড়িতে ফিরে বসবাস শুরু করে। কিন্তু তারা জানতে পারে না সেই বাড়িটি ইতোমধ্যে ভুতুড়ে হয়ে গেছে সেখানে ভুতের বসবাস শুরু হয়েছে। যখন তারা জানতে পারে ব্যাপারটা ঘটতে থাকে গা ছম ছম করা সব ঘটনা। শেষ পর্যন্ত তারা কি পারবে ভূতের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে? তা জানতে হলে দেখতে হবে ‘গোলমাল এগেইন’ ছবিটি। গোলমাল সিরিজের নতুন সিনেমা ‘গোলমাল এগেইন’ নিয়ে দর্শকদের মধ্যে যে তোলপাড় সৃষ্টি হয়েছে তাতে ধারণা করা যায়, এ ছবিটি বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড সৃষ্টি করবে।
×