ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মলয় বিকাশ দেবনাথ

হার্ভি ভাইরাসে ভাইরাল হলিউড

প্রকাশিত: ০৭:০৪, ১৯ অক্টোবর ২০১৭

হার্ভি ভাইরাসে ভাইরাল হলিউড

হার্ভি ভাইরাসে ভাইরাল হলিউড। পাল্প ফিকশন, মালেনা, দ্য কিংস স্পিচ, শেক ইন লাভ, মাই উইক উইথ মেরিলিন, গ্যাংস অব নিউইয়র্কের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন। প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়াইনস্টিন কোম্পানির প্রধান ছিলেন তিনি। সে সঙ্গে মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতাও। এমন কোন বড় হলিউড তারকা নেই, যিনি কাজ করেননি হার্ভির সঙ্গে। ৫ অক্টোবর দ্য নিউইয়র্ক টাইমস ও ১০ অক্টোবর দ্য নিউইয়র্কার পত্রিকা হার্ভির যৌন কেলেঙ্কারি বিষয়ে দুটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপে। প্রতিবেদন দুটিতে হলিউডের প্রভাবশালী অভিনেত্রী থেকে শুরু করে উঠতি মডেল, এমনকি ওয়াইনস্টিন কোম্পানির নারী কর্মচারীরা পর্যন্ত হার্ভির যৌন নির্যাতন ও হয়রানির রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বহু তারকা অভিনেত্রীই এখন ওয়াইনস্টিনের বিরুদ্ধে মুখ খুলছেন। হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা অভিনেত্রী ও মডেলদের মধ্যে এ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ প্যাল্ট্রো, কারা ডালাভিনেন, হিথার গ্রাহাম, এ্যাশলে জুড, লি সিডু, কেট বেকিনসেলসহ অনেক তারকাই রয়েছেন, যাদের অভিযোগ বিভিন্ন সময়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন হার্ভি। কেট উইনসেøট অষ্কার পাওয়ার পর হার্ভিকে ধন্যবাদ জ্ঞাপন পর্যন্ত করেনি। সংস্কৃতি অঙ্গনে প্রায়ই শোনা যায়, নারী শিল্পীদের প্রতিষ্ঠা পেতে অনেক সময় প্রযোজক, পরিচালক বা অর্থলগ্নিকারীদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য হন। পর্দার পেছনের এই বাস্তবতা কতটা ন্যাক্কারজনক হতে পারে, তা সম্প্রতি বেরিয়ে এল হার্ভি ওয়াইনস্টিনের কেলেঙ্কারিতে । এ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘ হার্ভির আচরণ আমার অভিনয় জীবনের একটা বাজে অভিজ্ঞতা। সেই আচরণ দেখার পরই আমি ঠিক করেছিলাম তার সঙ্গে আর কাজ করব না। এমনকি যখনই আমাকে কেউ জানিয়েছে, সে হার্ভির সঙ্গে কাজ করতে যাচ্ছে, তখনই আমি তাকে সাবধান করে দিতাম।’ হার্ভির থাবা পড়েছিল সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ওপরও। সিমন হলিউডে ঐশ্বরিয়ার ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। ঐশ্বরিয়া যখন হলিউডে কাজ করতে যান, তখন তার সঙ্গে হার্ভির দেখা হয়। একবার এ প্রযোজকের সঙ্গে একটি মিটিংয়ে অংশ নিয়েছিলেন এই ভারতীয় সুন্দরী। সঙ্গে তার ব্যবস্থাপক সিমন শেফিল্ডও ছিলেন। কিন্তু হার্ভি ঐশ্বরিয়াকে মিটিং রুমে একা পেতে চেয়েছিলেন। সিমনকে নাকি তিনি কয়েকবার রুমের বাইরে যাওয়ার ইঙ্গিতও দেন। কিন্তু প্রতিবারই সিমন তার এই আদেশ বিনীতভাবে ফিরিয়ে দেন। এরপর তাকে আলাদা ডেকে নিয়ে হার্ভি বলেন, ‘রুম থেকে বের হওয়ার জন্য তুমি কী চাও?’ আসলে তখন যেকোন কিছুর বিনিময়েই একা চাইছিলেন হার্ভি। কিন্তু তার স্বভাব সম্পর্কে আগেই ধারণা ছিল সিমনের। ঐশ্বরিয়ার নিরাপত্তার কথা ভেবে তিনি সেদিন তাকে একা ছাড়েননি। সিমন শেফিল্ড নামের এক দাবি করেছেন, বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও একবার একান্তে দেখা করতে চেয়েছিলেন হার্ভি। সিমন হলিউডে ঐশ্বরিয়ার ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। কিন্তু সেটি পরে আর সম্ভব হয়নি। বিবিসি ও জি নিউজের খবরে বলা হয়েছে, হার্ভি ওয়াইনস্টিনের কাছে যৌন হয়রানির শিকার হওয়ার কথা নিয়ে অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান টুইটারে একটি টুইট করেন। এরপরই সাময়িকভাবে তার এ্যাকাউন্টটি বন্ধ করে দেয় টুইটার। এরই প্রতিবাদে বিশ্বজুড়ে অনেক নারী শুক্রবার ঘোষণা দিয়ে একদিনের জন্য টুইটার বর্জন করেন। তারা এই পদক্ষেপ নিয়েছেন ম্যাকগোয়ানের টুইটার এ্যাকাউন্ট সাময়িক বন্ধের প্রতিবাদ হিসেবে। ওয়াইনস্টিনের ছবি মাইটি আফ্রোদিতির জন্য অস্কার জেতা অভিনেত্রী মিরা সরোভিন বলেছেন, ১৯৯৫ সালে টরন্টো চলচ্চিত্র উৎসবের সময় তাকে নিজ হোটেল রুমে ডেকে নেন হার্ভি। মিরার অভিনয় জীবনে সাফল্য এনে দিতে হার্ভি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন, যদিও এর থেকে তার মুক্তি মিলেছিল । অন্য এক প্রতিবেদনে অভিনেত্রী এশিয়া আর্জেন্টো বলেন, হার্ভি ওয়াইনস্টিনের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেননি বলে এখনও অপরাধবোধে ভোগেন তিনি। ধর্ষণের অভিযোগ করেছেন রোজ ম্যাকগাওয়ানও। যৌন হয়রানির অভিযোগ করেছেন জেসিকা বার্থ, রোজানা আরকেতও। তার এ কু-কৃর্তীর জের ধরে এবার অস্কার বোর্ড থেকে বহিষ্কৃত হলেন হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন। একাডেমি অব মোশন পিকচার আর্টস এ্যান্ড সায়েন্সেসের এক বিবৃতিতে হার্ভিকে বহিষ্কারের কথা জানানো হয় বলে গত রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। চলচ্চিত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি এ্যাওয়ার্ড বা অস্কার দেয় একাডেমি অব মোশন পিকচার আর্টস এ্যান্ড সায়েন্সেস। সংক্ষেপে এই প্রতিষ্ঠানটিকে অস্কার বোর্ডও বলা হয়।এ বোর্ডের সদস্যদের মধ্যে টম হ্যাঙ্কস ও হুপি গোল্ডবার্গের মতো হলিউডের খ্যাতিমান ব্যক্তিত্বরা রয়েছেন। এক বিবৃতিতে একাডেমি অব মোশন পিকচার আর্টস এ্যান্ড সায়েন্সেস জানায়, ‘নিজের সহকর্মীদের সম্মান দিতে পারে না এমন একজনের কাছ থেকে আমাদের আলাদা করতেই গবর্নররা এ সিদ্ধান্ত নেয়নি, সে সঙ্গে এ ধরনের শিষ্ঠাচার বহির্ভূত কাজের যেন পুনরাবৃত্তি না ঘটে।’ ওয়াইনস্টিনের এ পর্যন্ত তিনশ’র বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১টি। তবে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ওয়াইনস্টিনকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও বরখাস্ত করা হয়েছে। এফবিআইএর পাশাপাশি যুক্তরাজ্যেও ওয়াইনস্টিনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।
×