ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জগাখিচুড়ি হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট!

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ অক্টোবর ২০১৭

জগাখিচুড়ি হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট!

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০’র ডামাডোলে জনপ্রিয়তা হারাচ্ছে টেস্ট ক্রিকেট। সাদা পোশাকের অভিজাত ক্রিকেটকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রচেষ্টার অন্ত নেই। ইতোমধ্যে ফ্লাডলাইটের আলোয় ডে-নাইট টেস্ট শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে বছরের শেষদিকে চারদিনের টেস্ট খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ে। বলাবাহুল্য চারদিনের টেস্টের জন্য নিয়ম-কানুনেও পরিবর্তন আনতে হবে। সবমিলিয়ে টেস্ট ক্রিকেট জগাখিচুড়ি হতে যাচ্ছে বলেই মনে করেন প্রোটিয়া স্টাইলিশ ব্যাটসম্যান ডিন এলগার। এ বিষয়ে অবশ্য ইতিবাচক মনোভাব পোষণ করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন আর জিম্বাবুইয়ান তারকা হিথ স্ট্রিক। এ বছর সাদা পোশাকে প্রায় ১১ শ’ রান করা এলগার বলেন, ‘আমি খুবই প্রকৃতিবাদী। আমার অনুরোধ এভাবে টেস্ট ক্রিকেটকে জগাখিচুড়ি বানাবেন না। টেস্ট ক্রিকেটককে তার ঐতিহ্য মতো চলতে দেয়া উচিত।’ এলগার আরও যোগ করেন, ‘আমি টেস্ট বিশেষজ্ঞ নই, কিন্তু আমার মতে এটা এভাবেই চলা উচিত। আপনার এমন কিছু নাড়াচাড়া করা উচিত নয়; যেটা আগে কখনও ভাঙ্গেনি। আপনি যদি পুরো ক্রিকেট বিশ্ব ঘুরে দেখেন টেস্ট ক্রিকেট এখনও সর্বজনীন স্বীকৃত। যদি অস্ট্রেলিয়ায় খেলেন, আপনি যদি ইংল্যান্ডে খেলেন কিংবা দক্ষিণ আফ্রিকায় বড় কোন দলের বিপক্ষে খেলেন; তাহলে এখনও প্রচুর দর্শক মাঠে দেখতে পাবেন। অন্য ফরমেটগুলোতেও পরীক্ষা হচ্ছে। বুঝতে পারছি না টেস্ট ক্রিকেট কেন ভুক্তভোগী হবে। আমি খুবই প্রকৃতিবাদী। দয়া করে টেস্ট ক্রিকেটকে জগাখিচুড়ি বানাবেন না। আশা করছি, টেস্ট ক্রিকেট পাঁচদিনের ক্রিকেট হিসেবেই চলতে থাকবে।’ ইংল্যান্ডের এ্যাশেজ জয়ী অধিনায়ক মাইকেল ভনের মন্তব্য, ‘আমার চারদিনের টেস্টের ধারণাটি পছন্দ হয়েছে। কোন সন্দেহ নেই ভবিষ্যতে লীগগুলো চারদিনেই অনুষ্ঠিত হবে। টেস্টে ম্যাচের এখনকার গড় ৩৩১ ওভার। এটা সত্যি টেস্ট ক্রিকেটে আমাদের পঞ্চমদিনে দারুণ কিছু মুহূর্ত রয়েছে। সম্প্রতি পঞ্চমদিনের শেষ বিকেলে দারুণ কিছু নাটকীয় মুহূর্ত আমরা পেয়েছি।’ উদাহরণ দিতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘বিশেষ করে হেডিংলিতে ইংল্যান্ডকে হারিয়ে শেষ মুহূর্তে টেস্ট জেতে উইন্ডিজ। কিন্তু অধিকাংশ ম্যাচ চারদিনেই শেষ হয়ে যাচ্ছে। চারদিনের টেস্ট হলে দলগুলোকে একটু ভিন্নভাবে খেলতে হবে। শুক্রবার শুরু স্কুল হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এটম গামের সৌজন্যে ‘এটম গাম অনুর্ধ-১২ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০১৭’ শুরু হবে আগামী শুক্রবার। এ উপলক্ষে বুধবার অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাখাওয়াত আহমেদ, হেড অব মার্কেটিং প্রাণ কনফেকশনরী লিঃ, মোঃ সাজ্জাদ হোসেন, ব্রান্ড ম্যানেজার প্রাণ কনফেকশনরী লিঃ, মাহবুবুল আলম, সিনিয়ার এসিস্টেন্ট ব্রান্ড ম্যানেজার প্রাণ কনফেকশনরী লিঃ, ফেডারেশনের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সম্পাদক বালক বিভাগের আয়শা জামান খুকি ও বালিকা বিভাগের রাশিদা আফজালুন নেসা সাংবাদিকদের বিভিন্নœ প্রশ্নের উত্তর দেন। টুর্নামেন্টে ১৩টি বালক স্কুল হ্যান্ডবল দল এবং ১০টি বালিকা স্কুল হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে।
×