ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থহীন’

প্রকাশিত: ০৬:৩৭, ১৯ অক্টোবর ২০১৭

‘ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থহীন’

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি অকল্যান্ডে আইসিসির সভায় টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়নশিপ চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অথচ ক্রিকেটের বড় দুই দেশ ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজের কি হবে সেটি অনিশ্চিত। এই অবস্থায় চ্যাম্পিয়নশিপ অর্থহীন বলে মনে করছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনুস, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ খুবই ভাল একটি ধারণা। তবে ক্রিকেটের শক্তিধর ও জনপ্রিয় দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার খেলা না হওয়ার বিষয়টি তাদের (আইসিসির) শক্তভাবে চিন্তা করা উচিত ছিল। এই দুই দেশ একে অপরের বিপক্ষে না খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপ আসলে অর্থহীন। এতে করে উদ্দেশ্য সফল হবে না।’ গালফ নিউজকে বলেন তিনি। অনেকটা শক্ত ভাষায় এরপরই তিনি যোগ করেন, ‘ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে না খেললে এটাকে আপনি প্রকৃত টেস্ট চ্যাম্পিয়নশিপ বলতে পারেন না। দুটিই শীর্ষ দল। সুতরাং এ দুটি দল একে অপরের বিপক্ষে না খেললে আপনি কিভাবে চ্যাম্পিয়ন-রানার্সআপ বিচার করবেন?’ সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ভারতের অস্বীকৃতি সম্পর্কে ওয়াকার বলেন, ‘ভারত যদি সত্যিই পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়, তবে সেটা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া কিংবা যে কোন স্থানেই হতে পারে।’ আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) প্রস্তাবিত ওয়ানডে চ্যাম্পিয়নশিপ সম্পর্কে সাবেক এ স্পিডস্টার বলেন, ‘এ ধরনের লীগ আয়োজনের সময় কোথায়? এটা ভেবে আমি বিস্মিত। আমাদের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ এবং আরও অনেক টুর্নামেন্ট আছে। সুতরাং এ লীগ আয়োজনের সময় আছে বলে আমি মনে করি না। টেস্ট ক্রিকেট ভাল অবস্থায় নেই বিধায় আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ করার চেষ্টা করছি। ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট না হলে বিশ্বের অন্য দেশগুলোতে লঙ্গার ভার্সন ধুঁকবে বলে আমি মনে করছি।’ চারদিনের টেস্টের ধারণা সম্পর্কে ওয়াকারের বক্তব্য, ‘আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে নই এবং এতে বিশ্বাসীও না। এক ’শ বছরের বেশি সময় থেকে টেস্ট ক্রিকেট হয়ে আসছে। মাঠে দর্শক টানতে গোলাপী বলে দিবা-রাত্রির টেস্টের বিষয়টি আমি বুঝতে পারছি। তবে টেস্ট ক্রিকেটের বিকল্প অন্য কিছু হতে পারে না। আমি চাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা অটুট থাকুক।’ ভারতের মাটিতে দিবা-রাত্রির টেস্ট দেখতে চান কিংবদন্তি এ ফাস্ট বোলার। তিনি বলেন, ‘আমরা দেখছি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট বেশ ভাল জমেছে। এখনও ভারতের মাটিতে দেখিনি। যেহেতু এটা আবহাওয়ার ওপর অনেক নির্ভরশীল। তাই ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে কতটা কার্যকর হয় আমরা সেটা দেখতে চাই। গোলাপী বলের টেস্টের জন্য সঠিক আবহাওয়া বেছে নেয়া জরুরী।’ উল্লেখ্য, বছরের শেষদিকে ঘরের মাটিতে জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম চারদিনের টেস্ট ম্যাচ (বক্সিং ডে) খেলবে দক্ষিণ আফ্রিকা।
×