ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতালান নেতাদের জয় উৎসর্গ গার্ডিওলার

প্রকাশিত: ০৬:৩৬, ১৯ অক্টোবর ২০১৭

কাতালান নেতাদের জয় উৎসর্গ গার্ডিওলার

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগে নেপোলির বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির দারুণ জয়কে কারারুদ্ধ কাতালানের স্বাধীনতাকামী নেতাদের উৎসর্গ করেছেন কোচ পেপ গার্ডিওলা। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শেষে গার্ডিওলা বলেন, এই জয়টি তাদের উৎসর্গ করলাম। কাতালানীয় নাগরিকত্ব আমাদের কাছে অন্য যে কোন কিছুর তুলনায় যে বড় সেটি আমরা প্রমাণ করেছি। আশা করছি অচিরেই তারা মুক্তিলাভ করবেন। মাদ্রিদভিত্তিক জাতীয় আদালতে কাতালানীয় স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া নেতা জর্ডি কুইজার্ট ও জর্ডি সানচেজকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়ার পর প্রতিবাদ জানাতে দশ হাজারেরও বেশি লোক বার্সিলোনার রাস্তায় নেমে আসে। এর আগে স্বাধীনতার প্রশ্নে কাতালানের গণভোটের ফলাফল অবৈধ ঘোষণা করে স্পেনের সাংবিধানিক আদালত। উল্লেখ্য, গার্ডিওলা হচ্ছেন কাতালানের বাসিন্দা। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার হয়ে খেলোয়াড়ী জীবনে এবং কোচের দায়িত্ব পালনকালে তিনি অনেক ট্রফি জয় করেছেন। যেটি তাকে সেখানকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ম্যাচ নিয়ে গার্ডিওলা বলেন, ৪-০ গোলে জয় যতটা স্বস্তি আছে তার থেকে অনেক বেশি স্বস্তি আছে ২-১ গোলের জয়ে। কিন্তু আমি আসলে এটাই আশা করেছিলাম। নেপোলি যে ধরনের দল তাতে ৯০ মিনিট পর্যন্ত ম্যাচে একক আধিপত্য ধরে রাখা সম্ভব নয়। অসাধারণ না খেললে নেপোলিকে পরাজিত করা অসম্ভব। আমরা সেটাই করে দেখিয়েছি। তিন ম্যাচে তিনটিতেই জয় নিয়ে সিটির শেষ ষোলো অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ঘরোয়া লীগে আট ম্যাচের সবকটিতেই জয়ী হওয়া নেপোলি এবারের আসরে দ্বিতীয় হারে অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে গ্রুপে শতভাগ রেকর্ড বজায় রাখলেও নেপোলিকে সিটি যেভাবে ম্যাচে ফিরে আসার সুযোগ দিয়েছে তাতে তাদের পারফর্মেন্স নিয়ে শঙ্কা থেকেই যায়। নেপোলি কোচ মরিজিও সারি বলেন, আমরা এমন একটি দলের সঙ্গে মুখোমুখি হয়েছিলাম যারা যে কোন সময় যে কোন সমস্যার সৃষ্টি করতে পারে। তারপরও আমরা ম্যাচে ফিরে আসার জন্য লড়াই করেছি। এটাই গুরুত্বপূর্ণ।
×