ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ব্রাজিল

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ অক্টোবর ২০১৭

বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এরপর তিনটি বিশ্বকাপে আর ছোঁয়া হয়নি স্বপ্নের ট্রফি। ব্রাজিল এমন একটি দেশ যাদের কাছে শিরোপা ছাড়া সব অর্থহীন। এ কারণে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্বপ্নের ট্রফিটি আরেকবার জিততে মরিয়া বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সেরা সাফল্যের দেশটি। কোচ টিটের অধীনে ব্রাজিলের বর্তমান দলটিও আছে দুর্দান্ত ফর্মে। নেইমার, মার্সেলো, জেসুস, কুটিনহো, ফিরমিনোদের নিয়ে এবার সফল হওয়ার লক্ষ্য পেলের দেশের। তাইতো বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোন রকম ঘাটতি রাখতে চাইছে না ব্রাজিল। এরই অংশ হিসেবে আগামী বছরের মার্চে বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মার্চের ২৩ তারিখে ম্যাচটি খেলবেন নেইমাররা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোতে স্বাগতিকদের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। অবশ্য ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। রাশিয়া ম্যাচের পরপরই ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। মার্চের ২৭ তারিখে বার্লিনে জার্মানদের আতিথ্য গ্রহণ করবে সেলেসাওরা। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর ১৯৯৪ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয় ব্রাজিল ও রাশিয়া। ক্যালিফোর্নিয়ায় সেই ম্যাচটিতে রাশিয়াকে ২-০ গোলে হারিয়েছিল সাম্বা ছন্দের দেশ। এরপর আরও চারবার মুখোমুখি হয় ব্রাজিল ও রাশিয়া। সর্বশেষ ২০১৩ সালে লন্ডনে মুখোমুখি হয় দল দুটি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আগামী মাসে ফ্রান্সের মাটিতে জাপানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলবে ব্রাজিল। এরপর বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে লন্ডন সফরে যাবেন নেইমার, কুটিনহোরা।
×