ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারত থেকে এক লাখ টন সিদ্ধ চাল আমদানি করা হবে

প্রকাশিত: ০৬:০৩, ১৯ অক্টোবর ২০১৭

ভারত থেকে এক লাখ টন সিদ্ধ চাল আমদানি করা হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে দাম কমাতে এবার ভারত থেকে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে। বুধবার সচিবালয়ে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গত ২০০৬ সালের সরকারী ক্রয় নীতিমালা অনুযায়ী এই চাল আমদানি করা হবে। ভারত থেকে আমদানি করা প্রতি মেট্রিক টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৫ ইউএস ডলার। বাংলাদেশী মুদ্রায় যার মোট দাম পড়বে ৩৭৭ কোটি ৬৫ লাখ টাকা। কাতার ও সোৗদি থেকে ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানি হচ্ছে সরকারী পর্যায়ে কাতার থেকে ২৫ হাজার টন এবং সৌদি আরব থেকে ২৫ হাজার টন ইউরিয়া সার আমদানি করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×