ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমগ্র বিশ্বকেও থাকার আহ্বান

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৬:০৩, ১৯ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ॥ বার্নিকাট

অর্থনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবতা দেখিয়েছে তার প্রশংসা করেন তিনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে এবং এ ব্যাপারে সমগ্র বিশ্বকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানাবে। বুধবার বিকেলে কাওরান বাজারে অবস্থিত পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন পরিদর্শন করেন মার্শা বার্নিকাট। ঐ সময় তিনি সংগঠনটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তিনি পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। মার্শা বার্নিকাট বলেন, রানা প্লাজা ধসের পর পোশাক শিল্পের নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে যথেষ্ট অগ্রগতি হয়েছে, তবে আরও অগ্রগতি প্রয়োজন। তিনি জানান, এদেশে এ্যাকর্ড ও এ্যালায়েন্সের কার্যক্রম শেষ হয়ে গেলে একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্থা দুটির দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত হবে। তাই সংশ্লিষ্ট সকলপক্ষের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে এই রূপান্তর প্রক্রিয়া কিভাবে হবে, তা নির্ধারণ করা বাঞ্ছনীয়। তিনি বলেন, যে কোন দেশের জাতীয় নির্বাচন সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নজর রাখে মার্কিন ক্রেতারা। এসব ক্ষেত্রে অর্ডারের বিষয়টিও বিবেচনায় নেয়া হয়ে থাকে। ঐ সময় বিজিএমইএ সভাপতি তাকে জানান, এদেশের মানুষ সন্ত্রাসী কর্মকা- পছন্দ করে না। তাই নির্বাচন সামনে রেখে দেশে কোন অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হবে না।
×