ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবি বিজনেস স্টাডিজের এ্যাওয়ার্ড প্রদান ॥ ৯৪ জনের মধ্যে ৫০ জনই ছাত্রী

প্রকাশিত: ০৬:০৩, ১৯ অক্টোবর ২০১৭

ঢাবি বিজনেস স্টাডিজের এ্যাওয়ার্ড প্রদান ॥ ৯৪ জনের মধ্যে ৫০ জনই ছাত্রী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘ডিনস্ এ্যাওয়ার্ডে’ ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। বিভিন্ন শিক্ষাবর্ষে বিবিএ সম্মান এবং এমবিএ পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় অনুষদভুক্ত ৯টি বিভাগের ৯৪ জন শিক্ষার্থীকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে ৫০ জনই নারী শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাকের আহমেদ। অনুষদের বিভাগীয় চেয়ারম্যানগণ নিজ নিজ বিভাগের এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই সম্মাননা হচ্ছে জীবনের একটি মাইলফলক। অসাধারণ ফলাফল অর্জনের জন্য তাদেরকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হলো। এ্যাওয়ার্ডপ্রাপ্ত ৯৪ জন শিক্ষার্থীদের মধ্যে ৫০ জনই ছাত্রী। এটি প্রমাণ করে নারীরা এখন আর পিছিয়ে নেই। বরং অনেক ক্ষেত্রে তারা পুরুষদেরও ছাড়িয়ে গেছে। এ সময় উপাচার্য এ্যাওয়ার্ডপ্রাপ্ত ছাত্রীদের এই সাফল্য ও অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।
×