ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ রাসেলের জন্মদিনে আলোচনা, মিলাদ

প্রকাশিত: ০৬:০১, ১৯ অক্টোবর ২০১৭

শেখ রাসেলের জন্মদিনে আলোচনা, মিলাদ

বিশেষ প্রতিনিধি ॥ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাদ মাগরিব শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ধানম-ির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং জীবিত দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য কামনা করা হয়। সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মোহাম্মদ লিয়াকত হোসেন মোনাজাত পরিচালনা করেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মিলাদ মাহফিলে অংশ নেন। এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত, সরকার নয়। তাই বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোন হাত নেই। খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা, তা সরকারের জানার কথা নয়। আদালত এ বিষয়ে বলতে পারবে। পরে বনানী কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে আওয়ামী লীগসহ সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতারা অংশ নেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ, বাংলাদেশ শিশু একাডেমি, শেখ রাসেল শিশু সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এদিকে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এমপি, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুর রহমান হারুন ও দফতর সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে মানিক মিয়া এ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা। সংগঠনের সভাপতি শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে রেলপথমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. দুর্গাদাস ভট্টাচার্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কেক কাটা ও দরিদ্র ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাহির হোসাইন উপস্থিত ছিলেন। ‘রাসেল তুমি বেঁচে থাকবে চিরকাল’ বিশ^বিদ্যালয় রিপোর্টার জানান, শেখ রাসেল মানে- গতি, থেমে না থাকার স্বপ্ন, অপার সম্ভাবনা। শেখ রাসেলের মধ্যে স্বপ্নের পাপড়ি গাঁথা ছিল। আমাদের চলার পথ, স্বপ্ন আর সম্ভাবনায় রাসেল আজও বেঁচে আছে। সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে হবে তরুণদের। তাই শেখ রাসেলকে আমাদের অন্তরে ধারণ করতে হবে। রাসেল তুমি বেঁচে থাকবে চিরকাল। বুধবার রাতে ঢাবির ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের মাঠ প্রাঙ্গণে কবি, শিল্পী, শিক্ষক-শিক্ষার্থীরা শেখ রাসেলের ৫৩তম জন্মবার্ষিকীর আলোক প্রজ্বলন অনুষ্ঠানে এভাবেই তাকে স্মরণ করেন। কবিতা গান আর আলোক প্রজ্বলন করতে শত শত শিশু একত্রিত হয়। শিশুর বাসযোগ্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের এক্স-স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (ইউলেসা) আলোক প্রজ্বলন কর্মসূচীর আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য কাজী রোজি, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার ও রোজি রহমান, ঢাবি আইইআর’র পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আক্তার, ইউলেসার সাধারণ সম্পাদক আনিসুর রহমান সরকার লিটু, সহ-সভাপতি নাসির ইকবাল জাদু, কোষাধ্যক্ষ হাফিজুল হক রুবেল, স্কুলের অধ্যক্ষ মিসেস সেলিনা বানু, উপ-অধ্যক্ষ মিসেস সেলিনা আক্তার। শিশু শেখ রাসেল এই স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্র থাকাকালীন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে শহীদ হন। এর আগে সকালে ঢাবি ডাচে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করে ছাত্রলীগের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন হল ও ইউনিটের নেতারা।
×