ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিজিটাল এ্যাপ ‘সিকিউরিটি ৩৬৫’

বিশ্বের যে কোন প্রান্ত থেকে জানা যাবে বাসা বা অফিসে কে এলো

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ অক্টোবর ২০১৭

বিশ্বের যে কোন প্রান্ত থেকে জানা যাবে বাসা বা অফিসে কে এলো

আনোয়ার রোজেন ॥ বাসা বা অফিসে কে আসা-যাওয়া করে, সে তথ্য সাধারণত টুকে রাখা হয় খাতায়। বদলে যাওয়া সমাজ বাস্তবতায় বিষয়টি নিরাপত্তার সঙ্গেও যুক্ত। এসব ক্ষেত্রে অনেকেই ভুল বা মিথ্যা তথ্য দিয়ে থাকেন। বর্তমানে ভাড়াটিয়া কিংবা অতিথি পরিচয় দিয়ে অপরাধমূলক কাজ করে নিরাপদে সটকে পড়ার ঘটনাও প্রায়ই ঘটছে। বিষয়টিকে উন্নত ও আধুনিকভাবে ব্যবস্থাপনা করতে এসেছে ডিজিটাল এ্যাপ ‘সিকিউরিটি ৩৬৫’। এর মাধ্যমে বাসা বা অফিসে কে এলো তা জানা যাবে পৃথিবীর যে কোন প্রান্তে বসে। দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় এই এ্যাপটি তৈরি করেছেন দেশীয় তরুণ উদ্যোক্তারা। এ্যাপ সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে তারা বেছে নিয়েছেন তথ্যপ্রযুক্তির বড় আসর বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে বুধবার সকাল থেকে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। ‘মেক ইন বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করেছে। উদ্বোধনের পর আস্তে আস্তে মেলা জমতে শুরু করেছে। তবে প্রথম দিন হওয়ায় মেলার সবগুলো স্টল প্রস্তুত হয়নি। বেশ কয়েকটি বড় কোম্পানি তাদের স্টল সাজানোর কাজে ব্যস্ত ছিল। আর যেসব স্টল প্রস্তুত হয়েছে সেগুলোতে ছিল দর্শনার্থীর ভিড়। শুরুতে বলা ‘সিকিউরিটি ৩৬৫’ এ্যাপের স্টল সেগুলোর একটি। এ্যাপের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে স্টলের কর্মীরা জানান, দৈনন্দিন জীবনে বাড়ি ও অফিসের নিরাপত্তার জন্য মূলত মোবাইল এ্যাপটি তৈরি করা হয়েছে। বাসা ও অফিসে অতিথির তথ্যের পাশাপাশি বাসার ভাড়াটে, কাজের লোক, ড্রাইভার বা প্রতিষ্ঠানের কর্মচারীর তথ্যও হাতের নাগালে এই এ্যাপে সংরক্ষণ করা যাবে। ফলে খাতার প্রয়োজন পড়বে না। এটি ব্যবহার করে ভবন ও প্রতিষ্ঠানে আসা অতিথিদের নাম ও তার সঙ্গে থাকা মোবাইল নম্বর সংগ্রহ করে রাখা যাবে। ছবিও তুলে রাখা যাবে। তথ্য সংগ্রহের পর অতিথির মোবাইল নাম্বারে একটি চার ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। এতে অতিথির পরিচয় বের করা সহজ হবে। কর্মীরা জানান, গুগল প্লে স্টোর থেকে এ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এ্যাপটি ব্যবহারে অতিরিক্ত কোন যন্ত্রের প্রয়োজন নেই। শুধু সিকিউরিটি এ্যাপ নয়, সর্বশেষ আধুনিক হার্ডওয়্যার ও সফটওয়্যার শিল্পকে তুলে ধরার এই আয়োজনে অংশ নিয়েছে দেশ-বিদেশের ৮৭ প্রতিষ্ঠান। প্রায় ৬ হাজার ৫০০ বর্গমিটার এলাকার এ মেলায় প্যাভিলিয়ন ও স্টল রয়েছে ১৩২টি। মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, স্মার্ট টিভি, ফ্রিজ, প্রিন্টার, একসেসরিজসহ সব ধরনের প্রযুক্তি পণ্যের পসরা সাজিয়ে বসেছে স্টলগুলো। এর মধ্যে মোবাইল, ল্যাপটপ, একসেসরিজসহ বিভিন্ন এ্যাপের স্টলে সাধারণ দর্শনার্থীদের ভিড় করতে দেখা গেছে। বেসরকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শেফায়েত হোসেন জানালেন, মেলায় মোবাইল ও ল্যাপটপ ছাড়ে কেনার সুযোগ থাকে। তাই বন্ধুকে নিয়ে এসেছি। পছন্দ ও বাজেটের মধ্যে হলে দুটোই কিনব। শেফায়েতের কথার সত্যতা পাওয়া গেল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) স্টলে এসে। এখানে দোয়েল ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রির ফরমায়েশ নেয়া হচ্ছে মাত্র ১২ হাজার টাকায়। সাশ্রয়ী মূল্যে এই ল্যাপটপটির মডেল স্ট্যান্ডার্ড ২৬০৩। দুই জিবি র‌্যামের এই ল্যাপটপে রয়েছে ১.৮ গিগাহার্জের ইন্টেল এটম প্রসেসর, ৫০০ জিবি হার্ডডিস্ক এবং ১.৩ মেগাপিক্সেলের ইন্টিগ্রেটেড ক্যামেরা। ১২.৫ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটিতে ওয়াইফাই, ব্লুটুথ, ১০/১০০ এম ইথারনেট এক্সেস, ইউএসবি এবং ভিজিএ রয়েছে। ল্যাপটপটিতে লিথিয়াম আয়ন চার হাজার ২০০ মিলি এ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ল্যাপটপটিতে বিক্রয়োত্তর সেবা রয়েছে এক বছরের। নতুন এই ল্যাপটপটি সম্পর্কে স্টলের কর্মকর্তা রফিকুল হাসান বলেন, শিক্ষার্থীদের জন্য উপযোগী এবং সাশ্রয়ী এই ল্যাপটপটি কিনতে অনেকেই ভিড় জমিয়েছেন আমাদের স্টলে। মেলা থেকে এই পণ্যটি কেনা না গেলেও কেনার জন্য ফরমায়েশ দেয়া যাবে। এই ল্যাপটপটির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এছাড়া মেলা উপলক্ষে প্রযুক্তিপণ্য তৈরির প্রতিষ্ঠান ওয়ালটন তাদের তৈরি মোবাইল, ফ্রিজসহ অন্যান্য পণ্য ৫ শতাংশ ছাড়ে বিক্রয় করছে। মেলার প্রবেশমুখে স্টল সাজিয়েছে সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) এবং কপিরাইট অফিস। স্টলসূত্রে জানা গেল, দেশজুড়ে ছড়িয়ে থাকা পর্যটন আকর্ষণ কেন্দ্রের কাছাকাছি বিপিসির নিয়ন্ত্রণাধীন উন্নতমানের হোটেল ও মোটেল রয়েছে। পর্যটন মৌসুমে পছন্দমতো হোটেল-মোটেল পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। পর্যটকদের সুবিধার জন্য বিপিসি তাদের ওয়েবসাইটে বিভিন্ন হোটেল-মোটেলের অনলাইন রিজার্ভেশন সিস্টেম চালু করেছে। মূলত অনলাইন রিজার্ভেশন সম্পর্কে জানাতে ও পর্যটনকে জনপ্রিয় করতে বিভিন্ন পর্যটনকেন্দ্রের তথ্য সম্বলিত লিফলেট, বুকলেটে স্টল সাজানো হয়েছে। কপিরাইট অফিসের কর্মকর্তা মুরাদ হোসেন জানালেন, দ্বিতীয় দিন থেকে মেলায় আমাদের স্টলে অনলাইনে মেধাস্বত্ব আবেদনের সুযোগ থাকবে। এজন্য প্রয়োজনীয় ১ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হবে। মেলায় স্টল নিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। নিজেদের কর্মকা- সম্পর্কে সাধারণ মানুষকে জানাতেই মূলত স্টল দেয়া বলে জানালেন র‌্যাব সদস্য নজরুল। পাশাপাশি জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং র‌্যাবের হেল্পলাইনগুলো সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে স্টিকার ও ছোট পোস্টার বিতরণ করা হচ্ছে। মেলায় বিভিন্ন শ্রেণীর মানুষ এলেও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও তরুণদের সংখ্যাই ছিল বেশি। তিন দিনের এই মেলা আগামীকাল শুক্রবার শেষ হবে।
×