ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২২, ১৯ অক্টোবর ২০১৭

টুকরো খবর

পুঠিয়ায় কিশোরীকে ধর্ষণ ॥ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক কিশোরীকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতে ওই কিশোরী বাদী হয়ে থানায় মামলা করলে বুধবার ধর্ষণের অভিযোগ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পশ্চিম জামিরা গ্রামের রনি ও আরমানের ছেলে আবদুর রহিম। এদের মধ্যে আব্দুর রহিমকে মঙ্গলবার গভীর রাতে ও বুধবার সকালে রনিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধর্ষিত ওই কিশোরীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পশ্চিম জামিরা গ্রামের মাহাবুলের ছেলে রনি মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ক্ষুদ্রজামিরা গ্রামের আবদুর রহিম বিষয়টি দেখে ফেলে। এ সময় বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সেও ধর্ষণ করে। এ ঘটনার পর মেয়েটি রাতেই বাদী হয়ে দুই জনকে আসামি করে পুঠিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতেই তাদের গ্রেফতার করা হয়। সেপটিক ট্যাঙ্কে নবজাতকের মৃতদেহ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৮ অক্টোবর ॥ কুষ্টিয়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলা সদর উপজেলার ইবি থানা এলাকার হরিনারায়ণপুর গ্রাম থেকে ‘নদী’ নামের ১০ দিনের ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নদী এলাকার লিটন ভট্টাচার্যের যমজ দুই সন্তানের একজন। ইবি থানা পুলিশ সূত্র জানায়, ১৫ অক্টোবর লিটন ভট্টাচার্যের যমজ মেয়ে বাচ্চার একটি হারিয়ে গেলে পরদিন ১৬ অক্টোবর শিশুটির পরিবার থানায় একটি এজাহার দেয়। এর সূত্র ধরে মঙ্গলবার রাতে পুলিশ লিটনের বাড়ি তল্লাশি করে উঠানের সেপটিক ট্যাঙ্ক থেকে হারিয়ে যাওয়া নবজাতকটির মৃতদেহ উদ্ধার করে। ওই পরিবারে দুটি কন্যা সন্তান রয়েছে এবং পরবর্তীতে আরও দুটি যমজ কন্যা সন্তানের জন্ম হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। পিরোজপুরে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৮ অক্টোবর ॥ স্থানীয় কৃষি সমস্যা সমাধনের দাবিতে বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সদর উপজেলার, শিকদারমল্লিক, কদমতলা ও দুর্গাপুর ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে বুধবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।কদমতলা ইউনিয়নের কৃষক সংগঠক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন কৃষক সংগঠক মোঃ শাহ্জালাল, সুশান্ত কুমার সিংহ, আলীআজম শেখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালিদ আবু, উন্নয়ন সংগঠক জিউয়াউল আহসান, মুক্তিযোদ্ধা কেএম ফরিদুল ইসলাম, কৃষক সংগঠক মোঃ রফিকুল ইসলাম (পান্না) ও বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশন সদস্য মনিরুল ইসলাম। বক্তারা বাজেটে কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানোসহ উত্থাপিত বিভিন্ন দাবি গুরুত্ব বিবেচনা করে দক্ষিণাঞ্চলের কৃষকদের সমস্যা ভেবে এ এলাকার কৃষি ক্ষেত্রে ঘাটতি পূরণের লক্ষ্যে সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। যশোরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে। বাজার তদারকি সংস্থার সহকারী পরিচালক সোহেল শেখ বুধবার বেলা পৌনে ১২টার দিকে জেনারেল হাসপাতালের সামনে ঘোপ নওয়াপাড়া রোডে ছাপা এন্টারপ্রাইজ ও সুন্দরবন বেকারিতে এই জরিমানা করেন। সোহেল শেখ বলেন, অভিযানকালে দেখা যায়, ছাপা এন্টারপ্রাইজ নামে একটি ডিপার্টমেন্টাল স্টোরে নোংরা পরিবেশ। সেখান মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় এবং বিস্কুট সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সেলিমকে দশ হাজার টাকা জরিমানা করেন। পাশেই সুন্দরবন বেকারিতে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন চকলেট ও দই সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সবুজকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ভেজাল সার জব্দ করে নীলফামারীতে দুই সার ব্যবসায়ীকে অর্থদ- করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৮টায় সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে এবং রামনগর ইউনিয়নের বিষমুড়ি গ্রামে পৃথক অভিযান চালায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স। এ সময় উক্ত দুই জনের এক লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। দ-প্রাপ্তরা হলেন ফ্রেন্ডস্ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক হারুন অর রশিদ ও রামনগর ইউনিয়নের বিষমুড়ি সরকার পাড়া গ্রামের মহির উদ্দিন। এদের মধ্যে ফ্রেন্ডন্স এগ্রো লিমিটেড নামের একটি কারখানায় ভেজাল সার উৎপাদন করে বাজারজাতকরণ ও নিজবাড়িতে ভেজাল সার সংরক্ষণ করে রেখেছিল মহির উদ্দিন। পুকুরে পড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৮ অক্টোবর ॥ আমতলী উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের জালাল গাজীর দেড় বছরের শিশুকন্যা ফাতেমা বুধবার দুপুরে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের জালাল গাজীর শিশুকন্যা ফাতেমা দুপুর ১টার দিকে বাড়ির সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত্যু ঘোষণা করেন। বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদরে বালতির পানিতে পড়ে আঞ্জুম নামে এক বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ২টায় আলী খানের ভাড়া বাড়িতে। জানা গেছে, আড়াইহাজার সদরের আলী খানের বাড়ির ভাড়াটিয়া প্রকৌশলী আহাম্মদ আলীর বাসায় তার তার বড় মেয়ে এ্যানি একমাত্র শিশুকন্যা আঞ্জুমকে (১) নিয়ে বেড়াতে আসে। বুধবার বেলা ২টার দিকে তাদের চোখ ফাঁকি দিয়ে বাথরুমের বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর আঞ্জুনের নিথর দেহ বালতি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। বাবা-মা ও মেয়েকে পিটিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ অক্টোবর ॥ একটি গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে বাবা-মা ও মেয়েকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাতে শহরের ৯ নং ওয়ার্ডের বাংলালিংক টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। আহতদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন নুরুল হক হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদার বিরোধীয় জমি থেকে একটি রেনট্রি গাছ কাটেন। এর জের ধরে ওই দিন রাত ১১টার দিকে গনি হাওলাদারের ছেলে রাসেল ও মনিরের নেতৃত্বে ৫-৬ জন শহিদুলকে ঘর থেকে ধরে বাইরে নামিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এসময় তার স্ত্রী মাজেদা গেম ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে মানছুরা এগিয়ে এলে তাদেরও এলোপতাড়ি পেটানো হয়। একপর্যায়ে রাসেল ও তার ভাই মনির হাতুড়ি দিয়ে শহিদুলকে পেটায় এবং তার স্ত্রীর পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। মানছুরা ডান চোখে আঘাত করে। এ অবস্থায় স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসতে চাইলে হামলাকারীরা বাধা দেয়। চিনিকল শ্রমিকদের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ অক্টোবর ॥ জাতীয় মঞ্জুরী কমিশন-২০১৫- এর সুপারিশ মতে জাতীয় মঞ্জুরী স্কেল-২০১৫ ঘোষণা ও বাস্তবায়নসহ ১৯ দফা দাবি নিয়ে বুধবার ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁও সুগার মিলের সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ। দুপুরে সুগার মিলের গেট প্রাঙ্গণে এ কর্মসূচী চলাকালে ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, ঠাচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। শতাধিক গাছের চারা কর্তন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া কাজীর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদারের নিজস্ব সম্পত্তিতে রোপিত শতাধিক গাছের চারা তুলে ফেলে তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষের লোকজন ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মান্নান সরদারের নিজস্ব সম্পত্তিতে তার পুত্র সাংবাদিক রাজিব সরদার বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করেন। কিছু সময় পরে প্রতিপক্ষ সুমন তালুকদার, নিজাম সরদার, শানু বেগম, নারগিস বেগমসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা রোপিত সকল গাছের চারা তুলে ফেলে। খবর পেয়ে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছের চারা উত্তোলনে বাধা প্রদান করেন। এ সময় প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।
×