ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ছাত্রী নিহত ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:২১, ১৯ অক্টোবর ২০১৭

পঞ্চগড়ে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ছাত্রী নিহত ॥ সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ এ্যাম্বুলেন্সের ধাক্কায় আরজিনা খাতুন নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে বোদা উপজেলা ময়দানদিঘি ইউনিয়নের ধনীপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরজিনা দক্ষিণ গাইঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং ওই এলাকার আবুল কালামের মেয়ে। এ ঘটনায় দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধনীপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা এবং এ্যাম্বুলেন্সটিকে আটকের জন্য প্রশাসনের প্রতি দাবি জানায় তারা। পরে পুলিশ এ্যাম্বুলেন্সটি আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানায়, দুপুরে সহপাঠীদের সঙ্গে পার্শ্ববর্তী বামাকালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন আরজিনা। অটোরিক্সা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে রংপুরগামী একটি এ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়ে আরজিনা। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলায় বাসযাত্রী নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, ভোলা-চরফ্যাসন সড়কের বাংলা বাজার এলাকায় পল্লী বিদ্যুত অফিসের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে আমেনা বেগম (৬৫) নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছে। বুধবার সকালে ভোলার চরফ্যাসন উপজেলা থেকে মুসাফির পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস ভোলা সদরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ৯টার দিকে চরফ্যাসন উপজেলা থেকে আসা যাত্রীবাসটি বাংলাবাজার এলাকার পল্লী বিদ্যুত অফিসের কাছে দ্রুতগতিতে একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দিনাজপুরে এমপির বিরুদ্ধে অভিযোগ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান বুধবার দুপুরে তার বাস ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য এবং টিআর-কাবিখা লুটপাটের অভিযোগ এনেছেন। বীরগঞ্জ উপজেলা সদরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম বলেন, এমপি গোপাল জামায়াত-শিবির ও বিএনপি’র লোকজনদের খুশি করার জন্য তাদের চাকরি প্রদান, দলীয় লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ষড়যন্ত্র করছেন। বর্তমানে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার আওয়ামী লীগের লোকজন নিজ দলে থেকে বিরোধী দলে পরিণত হয়েছেন। কোন মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পায়নি। তিনি অভিযোগ করেন, এমপি গোপাল স্থানীয় সরকার নির্বাচনের সময়ে দলীয় প্রার্থীদের পরাজিত করার জন্য ষড়যন্ত্র করে বিএনপি ও জামায়াতের প্রার্থীদেরকে জেতানোর হীন ষড়যন্ত্র করেন। তার বিরুদ্ধে বীরগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানগণ যে অনাস্থা প্রস্তাব করেছেন, তা বিধিসম্মত নয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, শিক্ষা মানব সম্পদ সম্পাদক রবিউল ইসলাম সাবুল, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অরুন চন্দ্র রায়, কৃষক লীগের সভাপতি শিবলী সাদিক ও সাধারণ সম্পাদক শক্তি নাথ রায়, মোস্তাক আহম্মেদ মানিক পলাশ, রহমত আলী, জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট।
×