ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রমিক নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৫:২১, ১৯ অক্টোবর ২০১৭

শ্রমিক নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৮ অক্টোবর ॥ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার বিরুদ্ধে ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৬৭৩ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নিজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আত্মসাতের অভিযোগ লিখিতভাবে উত্থাপন করেন। এ সময় ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম মঞ্জুসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত অভিযোগে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক অনিয়মের মাধ্যমে ৫ বছর ধরে দায়িত্ব পালনকালে সাবেক সাধারণ সম্পাদক গোলাম মস্তোফা শ্রমিক কল্যাণ তহবিলের ১ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৭০৯ টাকা এবং শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণে ৪৮ লাখ ৩ হাজার ৯৬৪ টাকা আত্মসাত করেন। আত্মসাতকৃত খাতগুলোর মধ্যে পরিবহন খাতে ৪৭ লাখ ৯০ হাজার ৯৬২ টাকা, উৎসব ব্যয়ের ক্ষেত্রে ভুয়া ভাউচারের মাধ্যমে ২৩ লাখ ৮৪ হাজার ৭৪৮ টাকা, বাস মেরামত খাতে ১১ লাখ ৮৬ হাজার ১৩৪ টাকা, আপ্যায়ন ব্যয় বাবদ ১৮ লাখ ৪০ হাজার ৯৩১ টাকা, ভ্রমণ ভাতা বাবদ ৫ লাখ ১৬ হাজার ৭৫০ টাকা, সাংগঠনিক ব্যয়ের ক্ষেত্রে ১০ লাখ ৯৭ হাজার ৫৯৫ টাকা, প্রচার ও প্রকাশনা বাবদ ৬ লাখ ১৩ হাজার ৬৪০ টাকা, নির্মাণ ব্যয় বাবদ ১৬ লাখ ১৫ হাজার ৬৯১ টাকা, সভা ও সম্মেলন ব্যয় বাবদ ১৩ লাখ ১৯ হাজার ৬৬৫ টাকা। এছাড়াও খরচের প্রমাণপত্রে সভাপতির স্বাক্ষরবিহীন ভাউচার পাওয়া যায়। যার পরিমাণ ৮৪ লাখ ৭ হাজার ৫৬০ টাকা। আবার গ্রহীতার স্বাক্ষরবিহীন খরচের ভাউচার পাওয়া যায়। যার পরিমাণ ৪৫ লাখ ৯৩ হাজার ৬৫৬ টাকা। এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপুল পরিমাণ টাকা আত্মসাতের কারণে গোলাম মস্তোফাকে ইউনিয়ন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আত্মসাতকৃত টাকা ফেরতের লক্ষে শ্রম আইনে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় শ্রম আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যপারে সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, গত বছরের ৩০ জুন আমার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। দুর্নীতি বা আত্মসাতের প্রশ্নই ওঠে না।
×