ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরা গণভবনে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:১৬, ১৯ অক্টোবর ২০১৭

উত্তরা গণভবনে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ অক্টোবর ॥ উত্তরা গণভবনে ঝরেপড়া এবং মরা গাছের পরিবর্তে শতবছরের তাজা গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭১ পরিষদ নামের একটি সংগঠন বুধবার দুপুর ১২টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ৭১ পরিষদ সংগঠনের আহ্বায়ক কথাসাহিত্যিক ডাঃ জাকির তালুকদার, গবেষক খালিদ বিন জালাল বাচ্চু, ৭১ পরিষদ সংগঠনের সদস্য আলী আকমল বাপ্পীসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, উত্তরা গণভবনে ঝরেপড়া এবং মরা গাছের নামে গণপূর্তর নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে সংশ্লিষ্ট ঠিকাদার শতবর্ষী ১৫টি গাছ কর্তন করেছে। অথচ জেলা প্রশাসন রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুটিদের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী, ঠিকাদারসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে, গণস্বাক্ষর, অনশন এবং জনস্বার্থে মামলাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। ১৮শ’জেলে পরিবার পাচ্ছেন ভিজিএফ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে এই প্রথম মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফ বরাদ্দ দেয়া হয়েছে। জেলায় এবার এক হাজার ৮০০ স্থানীয় দুস্থ ও প্রকৃত মৎস্যজীবীকে অগ্রাধিকার ভিত্তিতে এ চাল প্রদান করা হবে। এতদিন শুধু দেশের অন্যান্য জেলায় মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের সামাজিক নিরাপত্তার আওতায় খাদ্যশস্য বরাদ্দ দিলেও এবার রাজশাহীর জেলেদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ২২ অক্টোবরের মধ্যে জেলার চারটি উপজেলার জেলে পরিবারের মাঝে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে। মোট ১৮শ’ পরিবারের মাঝে ৩৬ টন চাল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজশাহী খাদ্য বিভাগ জানায়, রাজশাহী সিটি কর্পোরেশনে ১৩৮ পরিবারের মাঝে ২ হাজার ৭৬০ কেজি, পবা উপজেলায় ৪৯৩ পরিবারের মাঝে ৯ হাজার ৮৬০ কেজি, গোদাগাড়ী উপজেলায় ৫৭৯ পরিবারের মাঝে ১১ হাজার ৫৮০ কেজি চাল বিতরণ করা হবে।
×