ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা শিবিরে ড্যাফোডিল পরিবারের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৫:১৫, ১৯ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা শিবিরে ড্যাফোডিল পরিবারের ত্রাণ বিতরণ

মালয়েশিয়ার ক্রাউন প্রিন্স অব পারল্সি টেংকু সৈয়দ ফাইজুদ্দিন পুত্র ইবনে টেংকু সৈয়দ সিরাজুদ্দিন জামালুল্লাইল ও তার দল বাংলাদেশের ড্যাফোডিল পরিবারের সঙ্গে যৌথভাবে গত রবি ও সোমবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং শরণার্থীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান, ট্রেজারার মোঃ হামিদুল হক খান, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেনসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী। ক্রাউন প্রিন্স সেনাবাহিনীর সহায়তায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, কুতুপালং ক্যাম্প ও শরণার্থী হাসপাতালে দুই হাজারের বেশি রোহিঙ্গা পরিবারের মাঝে ১০০ টন চাল ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন। -বিজ্ঞপ্তি হামদর্দে স্মরণ সভা ও দোয়া মাহফিল বিশ্ববরেণ্য চিকিৎসা বিজ্ঞানী, হামদর্দের অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াকিফ মোতাওয়াল্লি শহীদ হাকীম মোহাম্মদ সাঈদের ১৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার হামদর্দ ভবন মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হামদর্দের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সাবেক সচিব কাজী গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়বেটিক এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ এ কে আজাদ খান এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দের সিনিয়র পরিচালক বিপণন ও মোতাওয়াল্লি ড. হাকীম রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন হামদর্দের পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রকল্প মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব), মোতাওয়াল্লি ও পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, মোতাওয়াল্লি ও পরিচালক এইচআরডি ডাঃ হাকীম নার্গিস মার্জান, পরিচালক বিক্রয় সাইফুদ্দিন মুরাদ ভূঁইয়া ও হামদর্দের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। -বিজ্ঞপ্তি
×