ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বখাটের দ্রুত শাস্তি দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

প্রকাশিত: ০৫:১১, ১৯ অক্টোবর ২০১৭

বখাটের দ্রুত শাস্তি দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ অক্টোবর ॥ কেন্দুয়া উপজেলার পারভীন সিরাজ মহিলা কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌসের ওপর নৃশংস হামলায় জড়িত বখাটে ইমনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মোহনগঞ্জ রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সে ট্রেনে চড়ে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আহত ছাত্রীর বাবা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বুধবার দুপুরে এ ঘটনায় কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন। উত্ত্যক্তকরণ, নারী ও শিশু নির্যাতন এবং হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটিতে ইমনকে একমাত্র আসামি করা হয়। এদিকে বখাটে ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ চত্বর বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। পারভীন সিরাজ মহিলা কলেজ আয়োজিত মানববন্ধনে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও কেন্দুয়া ডিগ্রী কলেজ, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, আতিকুর রহমান ভূঁইয়া একাডেমি, সায়মা শাহজাহান একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেনÑ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জানা গেছে, আহত জান্নাতুল আক্তার (১৭) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শঙ্কা এখনও কাটেনি। তার ভাই রনি সাংবাদিকদের জানান, চাপাতির কোপে জান্নাতুলের শরীরের ১২টি স্থানে গুরুতর জখম হয়েছে। প্রতিটি ক্ষতস্থান থেকে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মঙ্গলবার রাতে তাকে রক্ত দিতে হয়েছে। দম্পতি হত্যাকারী ধরতে পুরস্কার ঘোষণা জেলা শহরের সাতপাই বাবলু সরণি এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক মিহির কান্তি বিশ্বাস ও তার স্ত্রী সবিতা রানী চন্দ ওরফে তুলিকা বিশ্বাসকে নৃশংসভাবে হত্যায় জড়িত অপরাধীদের সন্ধান দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার জয়দেব চৌধুরী বুধবার জানান, আসামিদের সন্ধান ছাড়াও ঘটনাটির ক্লু সম্পর্কে তথ্য দিতে পারলে তথ্যদাতাকে এ পুরস্কার দেয়া হবে। মঙ্গলবার রাত থেকে পুরস্কার বিজ্ঞপ্তিটি স্থানীয় কেবল টিভিতে প্রচার করা হচ্ছে।
×