ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হোল্ডিং ট্যাক্স কম ধার্য হয়েছে ॥ নাছির

প্রকাশিত: ০৫:১১, ১৯ অক্টোবর ২০১৭

হোল্ডিং ট্যাক্স কম ধার্য হয়েছে ॥ নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, কর বিধিতে সকল খাত মিলে নির্ধারিত ২৭ শতাংশের জায়গায় চসিক ১৭ শতাংশ হোল্ডিং ট্যাক্স ধার্য করেছে। এটি নগরবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা। আমি নিজে আইন করিনি যে তা সংশোধন করতে পারব। আমরা কেউ আইন ও জবাবদিহিতার উর্ধে নই। হোল্ডিং ট্যাক্স আদায়সহ বিভিন্ন বিষয়ে সাবেক দুই মেয়রের বক্তব্যের জবাব প্রাতিষ্ঠানিকভাবে দেয়া হবে। বুধবার কর্পোরেশনের কে.বি আবদুস সাত্তার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। সিটি কর্পোরেশনের অধিক ক্ষেত্রে ইমারত ও জমির পঞ্চবার্ষিকী মূল্য নির্ধারণ বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন দু’দিন পেছাল জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ তারিখে হওয়ায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনটি দুইদিন পিছিয়ে ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষাটি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে ৩০টি পরীক্ষা কেন্দ্রে নেয়া হবে। এবার ‘ডি’ ইউনিটের অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদে বিভিন্ন বিভাগে ৫শ’ ৮০টি আসনের বিপরীতে ২৮ হাজার ৭শ’ ৪৯ জন পরীক্ষার্থী আবেদন করেছে। এতে দেখা যায় প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন মোঃ নজরুল ইসলাম। ২০০৯ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা নজরুল ইসলাম সরকারের অতিরিক্ত সচিব। প্রধানমন্ত্রীর প্রেস উইং-এ অতিরিক্ত সচিবের পদ না থাকায় তাঁকে পদায়নের জন্য প্রধানমন্ত্রীর (পারিতোষিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৭৫ এর আওতায় এই পদটি সৃষ্টি করা হয়। পেশাগত কাজের পাশাপাশি নজরুল ইসলাম লেখালেখির সঙ্গেও জড়িত। তাঁর লেখা বইয়ের সংখ্যা তিন। এছাড়া বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে তাঁর লেখা বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে।
×