ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে ফের গুলিসহ যাত্রী আটক

প্রকাশিত: ০৫:১০, ১৯ অক্টোবর ২০১৭

শাহজালালে ফের গুলিসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল বিমানবন্দরে আবারও গুলিসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তার নাম আবুল হোসেন মিয়া (৫৬)। মঙ্গলবার রাত ১২টায় বিজি ৭০১ ফ্লাইটে কাঠমান্ডু যাওয়ার উদ্দেশে বিমানবন্দরের ৩ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকা পার হওয়ার সময় নিরাপত্তা তল্লাশিকালে ব্যাগের ভেতর ৬ রাউন্ড গুলি পাওয়ায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিমানবন্দর থানার এসআই আবু সাঈদ জানান, আটক করা ওই যাত্রীর পাসপোর্ট নম্বর বিপি ০৩৬৪৭৫৬। পিতার নাম আব্দুস সামাদ। তিনি পেশায় ব্যবসায়ী এবং বাসা শান্তিনগরের গুলবাগে। আটকের পর আবুল হোসেন মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তবে আটক ব্যক্তি দাবি করেছেন, তার লাইসেন্স করা পিস্তল রয়েছে। এসব গুলি ওই পিস্তলের এবং এগুলো কেনার রসিদ তার কাছে আছে। তবে তিনি তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে দেখাতে পারেননি। এজন্য তার কাগজপত্র আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। উল্লেখ্য, বিমানবন্দর এলাকায় আইন-শৃঙ্খলাবাহিনী ছাড়া অন্য কারও অস্ত্র ও গুলিসহ প্রবেশ নিষেধ। মুসা বিন শমসেরের বিরুদ্ধে তদন্ত রিপোর্টের তারিখ পিছিয়েছে স্টাফ রিপোর্টার ॥ শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে টাকা জমা রাখার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে বিতর্কিত মুসা বিন শমসেরের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ নবেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন নতুন এ দিন ধার্য করেন। এ দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করা হয়। মুসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় আনা রেঞ্জ রোভার গাড়ি ভোলা বিআরটিএর কতিপয় কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজ দিয়ে রেজিস্ট্রেশন এবং বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে শুল্ক গোয়েন্দারা। মুসার বিরুদ্ধে অভিযোগ, ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব এ্যান্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করেন তিনি। কিন্তু শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা যায়, গাড়িতে.১৭ কোটি টাকার শুল্ক করাদি জড়িত।
×