ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাসায়ানিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে কাজ করছে বাংলাদেশ ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৭, ১৯ অক্টোবর ২০১৭

রাসায়ানিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে কাজ করছে বাংলাদেশ ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কৃষি, শিল্প ও অন্যান্যক্ষত্রে রাসায়নিক দ্রব্যের গুরুত্ব ও একই সঙ্গে এর অপব্যবহারের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করে সঠিক করণীয় নির্ধারণ করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের শান্তিপূর্ণ ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়, তা এ সেমিনারে গুরুত্ব পাবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলস্তম্ভ হলো, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বাংলাদেশ বিশ^ মানবতা ও বিশ^শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিকসংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশের কাতারে থেকে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ শান্তির অগ্রদূত হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে। রাসায়ানিক দ্রব্যের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাসায়ানিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বাংলাদেশ একযোগে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী বুধবার ঢাকায় হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে রাসায়নিক অস্ত্র কনভেনশনের বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ এবং অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘এ্যাডভান্স কেমিক্যাল সেফটি এ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বাতিল হলে ক্ষতিগ্রস্ত হবে বৈশ্বিক বাণিজ্য অর্থনৈতিক রিপোর্টার ॥ ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের হুমকি চিন্তার ভাঁজ ফেলেছে বাণিজ্য সংশ্লিষ্টদের কপালে। তাদের দাবি, এই চুক্তি বাতিল হলে এর সঙ্গে জড়িত রাষ্ট্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতি শুধু রাজনৈতিক ও নিরাপত্তাজনিত হবে, তা কিন্তু নয়। বৈশ্বিক বাণিজ্যেও আসতে পারে বড় ধরনের আঘাত। দীর্ঘদিন পরমাণু পরীক্ষা ও এর ব্যবহার নিয়ে মুখোমুখি অবস্থানে ছিল ওয়াশিংটন ও তেহরান। বরফ গলে ২০১৫ সালে। আর ২০১৬ সালে পরমাণু কর্মসূচী স্থগিতের পর বিনিয়োগ বাড়তে থাকে ইরানে। তবে, খুব একটা স্থায়ী হলো না এ প্রক্রিয়া। পরমাণু চুক্তির প্রতি যথাযথ সম্মান দেখাচ্ছে না ইরান, এমন অভিযোগে চুক্তি বাতিলের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। পাল্টা অভিযোগ ছুড়েন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। নেপালে বিমানের গৌরবের ৪৩ বছর নেপালে পথ চলার ৪৩ বছর অতিক্রম করল বাংলাদেশের জাতীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে হিমালয় কন্যার দেশে যাত্রা শুরু করে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা। এই দীর্ঘ পথচলা উদযাপন উপলক্ষে সোমবার নেপালের হোটেল অন্নাপূর্ণায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক বিপণন ও বিক্রয় আলী আহসান বলেন, নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়ে পর্যটকদের চাপ থাকে। একই সঙ্গে পর্যটনবান্ধব বাংলাদেশেও অনেকেই আসেন। কম খরচে মানসম্মত সেবা প্রদানের কারণে যাত্রীদের কাছে বিমান জনপ্রিয়। শুধু পর্যটন নয়, বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। -বিজ্ঞপ্তি
×