ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ থেকে গৃহঋণ মেলা শুরু

প্রকাশিত: ০৫:০৭, ১৯ অক্টোবর ২০১৭

আজ থেকে গৃহঋণ মেলা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এই প্রথমবারের মতো ‘গৃহায়ন অর্থায়ন মেলা-২০১৭’ আয়োজন করেছে। রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে আজ বৃহস্পতিবার থেকে এ মেলা শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। মেলার সার্বিক সহযোগিতা করছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। জানা গেছে, বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সকলের জন্য আবাসন’ কর্মসূচীর ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবরূপ দেয়ার লক্ষ্যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী শহরের পাশাপাশি পল্লী অঞ্চলের গ্রামগঞ্জে সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য বাড়ি ও ফ্ল্যাট নির্মাণ করার জন্য এ উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের অংশ হিসেবেই মেলার আয়োজন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন। জনসাধারণকে গৃহনির্মাণে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। প্রায় ৬৫ বছর হলেও এ প্রতিষ্ঠান জনসাধারণের জন্য এ ধরনের কোন মেলার আয়োজন করতে পারেনি। কিন্তু বর্তমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহৎ এ মেলার আয়োজন করে। যেটি সরকার ও সাধারণ মানুষের জন্য আবাসন সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে বলেও এ প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তারা মন্তব্য করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মেলায় ৪০-৫০টি ডেভেলপার কোম্পানির স্টল থাকবে। থাকবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিল্ডিং নির্মাণের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অসংখ্য স্টল। মেলার সার্বিক তত্ত্বাবধায়ন করবে রিহ্যাব। প্রতিদিনই মেলায় র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা রয়েছে। রয়েছে আকর্ষণীয় পুরস্কার। দর্শকদের বিনামূল্যে কুপন দেয়া হবে। মেলা সম্পর্কে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী বলেন, দেশের পাশাপাশি বিদেশেও পর্যায়ক্রমে এ মেলার আয়োজন করা হবে। খুব সহজে এবং স্বল্প সুদে ঋণ নিয়ে বাড়ি তৈরি করা, সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং দেশের আবাসন সমস্যার সমাধান করার লক্ষ্য নিয়েই এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত করা হয়েছে। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এ মেলা। ঋণ নেয়ার জন্য যারা এ মেলায় আবেদন করবেন তাদের জন্য আবেদন ফ্রি এ পরিদর্শন ফি বাবদ ৫০ শতাংশ ছাড় দেয়া হবে। তবে মেলা চলাকালীন সময়ে দেশের গ্রাহকরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের যে কোন শাখায় আবেদন করলে তারা এ সুবিধা পাবেন।
×