ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্থলবন্দরের সমস্যা সমাধান না করলে ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রসার ঘটবে না

প্রকাশিত: ০৫:০৬, ১৯ অক্টোবর ২০১৭

স্থলবন্দরের সমস্যা সমাধান না করলে ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রসার ঘটবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দরের যেসব সমস্যা রয়েছে তার সমাধান না করলে ভারত ও বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্কের প্রসার কোনভাবেই সম্ভব নয়। রাজধানীর গুলশানে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সানেম’র গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা বলা হয়। গবেষণায় মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে সড়কের বেহাল দশা, ডিজিটাল পদ্ধতিতে কাজ না করা, চাঁদাবাজিসহ বেশ কিছু সমস্যার কথা। তবে, বন্দরের উন্নয়ন হলে ভারতে পণ্য রফতানি দ্বিগুণ হবে বলেও জানায় সানেম। বাংলাদেশের মোট সীমান্তের প্রায় ৯০ শতাংশই রয়েছে ভারতের সঙ্গে। এ কারণে স্বাভাবিকভাবেই দেশটির সঙ্গে ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব অনেক। ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানির পরিমাণ বেশি হলেও প্রতিবেশী এই দেশেও রফতানি হয় বাংলাদেশী পণ্য। আর দুই দেশের স্থলবাণিজ্যের প্রায় ৮০ ভাগ হয়ে থাকে বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর দিয়ে। তবে গবেষণা সংস্থা সানেমের প্রতিবেদন বলছে, দুই দেশের বাণিজ্যের প্রসারে বেনাপোল- পেট্রাপোল বন্দরের বিভিন্ন ধরনের উন্নয়ন প্রয়োজন। মূল সমস্যার মধ্যে উঠে আসে সড়কের বেহাল দশা, যানজট, পুরনো পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা, পণ্য খালাস জটিলতা ও চাঁদাবাজিসহ সার্বিক ব্যবস্থাপনায় দুর্বলতা। গবেষণায় উঠে আসে যন্ত্রপাতি, পরিবহন, অবকাঠামো এবং বন্দরের কার্যক্রমে পর্যাপ্ত জায়গা না থাকার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন, এর সঙ্গে সংশ্লিষ্ট ৬২ শতাংশ মানুষ। এ বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৫০ টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে প্রায় ৭০-৮০ টি ট্রাক। নাটোরে দুই সুগার মিলে বিক্ষোভ সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ জাতীয় মজুরি স্কেল ২০১৫ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে নাটোরে দুটি সুগার মিলে বিক্ষোভ সমাবেশ করেছে মিলের শ্রমিক-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আয়োজনে সুগার মিল গেটে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ হাবিবুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ চিনিকল ফেডারেশনের সাবেক সভাপতি আবদুল জলিল পান্নাসহ বিভিন্ন শ্রমিক কর্মচারীরা। অপরদিকে একই কর্মসূচী পালন করেছে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরাও।
×