ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বিস্ফোরণে সাত পুলিশ নিহত

প্রকাশিত: ০৫:০৩, ১৯ অক্টোবর ২০১৭

পাকিস্তানে বিস্ফোরণে সাত পুলিশ নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে অন্তত সাত পুলিশ নিহত এবং ২২ জন আহত হয়েছেন। বুধবার শহরের কোয়েটা-সিব্বি সড়কের সারিয়াব মিল এলাকায় এ ঘটনা ঘটে। ডননিউজ। প্রাথমিক তথ্যেরভিত্তিতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে বলে নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে। তারপরও বিস্ফোরণের কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। কোয়েটার পুলিশ প্রধান আবদুর রাজ্জাক চীমা বলেছেন, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ কি না তা বলতে পারছি না আমরা। ঘটনাস্থলে থাকা আমাদের টিম বিষয়টি তদন্ত করে দেখছে। রাকার পতন ॥ সিরিয়ায় মার্কিন ভূমিকার ভবিষ্যত নিয়ে প্রশ্ন সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত সৈন্যরা দাবি করেছে যে, তারা ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের এক সময়ের রাজধানী রাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এ দাবির সঙ্গে জঙ্গীদের প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ এ ঘাঁটিতে তাদের উপস্থিতির অবসান সূচিত হচ্ছে এবং সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যত ভূমিকার বিষয়ে নতুন করে প্রশ্ন দেখা দিচ্ছে। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মুখপাত্র মুস্তাফা আবদি বলেছেন, সামরিক অভিযান থেমে গেছে এবং যৌথ কুর্দি-আরব বাহিনীর সদস্যরা শহরে পুঁতে রাখা বিস্ফোরণধর্মী বোমা উদ্ধার করছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, শহরে কোন অবস্থানেই আইএসের প্রতিরোধ নেই। এ বিষয়ে এসডিএফ নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক বিজয়ের ঘোষণা দেয়া হবে। আবদি বলেন, শহরে বিজয় উৎসব চলছে। জনগণ এ জন্য আনন্দে আত্মহারা যে, তারা চূড়ান্তভাবে এ দুর্ভোগ থেকে মুক্তি পেল।
×