ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে পারে ভারত ॥ নিকি হ্যালি

প্রকাশিত: ০৫:০২, ১৯ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে পারে ভারত ॥ নিকি হ্যালি

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সন্ত্রাসীদের মদদ দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন সে ক্ষেত্রে পাকিস্তানের ওপর নজরদারির জন্য ভারত যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে পারে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকা- মোকাবেলার লক্ষ্যে যেসব নতুন কৌশল গ্রহণ করেছেন-তার অন্যতম হচ্ছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা। নিকি হ্যালি বলেন, আফগানিস্তান ও সমগ্র দক্ষিণ এশিয়ায় আমেরিকার অগ্রাধিকারমূলক নীতি হচ্ছে, যে সব সন্ত্রাসী গোষ্ঠী আমাদের প্রতি হুমকিস্বরূপ তাদের নির্মূল করা। এ লক্ষ্যে এ অঞ্চলে রক্ষিত পারমাণবিক অস্ত্র যাতে সন্ত্রাসীদের হাতে না যায় তার প্রতিরোধকল্পে আমরা আমাদের সব ধরনের কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তি কাজে লাগাব। এ প্রসঙ্গে তিনি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। ভারত-মার্কিন মৈত্রী পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথার পাশাপাশি নিকি হ্যালি বলেন, এ বছরের শেষ দিকে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার জন্য তার ভারত সফরের পরিকল্পনা রয়েছে। -টাইমস অব ইন্ডিয়া
×