ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যান বুকার জিতলেন মার্কিন সাহিত্যিক জর্জ সন্ডার্স

প্রকাশিত: ০৫:০২, ১৯ অক্টোবর ২০১৭

ম্যান বুকার জিতলেন মার্কিন সাহিত্যিক জর্জ সন্ডার্স

যুক্তরাষ্ট্রের সাহিত্যিক জর্জ সন্ডার্স লিংকন ইন দ্য বার্ডো উপন্যাসের জন্য এ বছর ম্যান বুকার জিতে নিলেন। মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে এক অনুষ্ঠানে তার হাতে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের এ পুরস্কার তুলে দেন ডাচেস অব কর্নওয়াল। খবর টেলিগ্রাফ ও বিবিসির। মূলত গল্পকার হিসেবে পরিচিত সন্ডার্সের প্রথম উপন্যাস হল লিংকন ইন দ্য বার্ডো। যেখানে ছেলের কবরের পাশে মার্কিন ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি রাতের শোকের চিত্রায়ন ঘটিয়েছেন তিনি। যেখানে তিনি দেখিয়েছেন লিংকন তার প্রিয় ছেলের মৃত্যুতে কাঁদতে ভুলে গেছেন। ফার্স্টলেডি মেরি লিংকন তার ছেলের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি। পল বিটির পর দ্বিতীয় মার্কিন লেখক হিসেবে ৫৮ বছর বয়সী সন্ডার্স বিশ্ব সাহিত্যের সম্মানজনক এ পুরস্কার পেলেন। চলতি বছর বুকার পুরস্কারের জন্য মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় সন্ডার্সের সঙ্গে আরও ছিলেন ব্রিটিশ লেখক আলী স্মিথ ও ফিওনা মোজলি; মার্কিন লেখক পল অস্টার ও এমিলি ফ্রিডলান্ড এবং পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মহসিন হামিদ। চূড়ান্ত বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর সন্ডার্স বলেন, আমার জন্য এ এক বিরাট সম্মান। আমি আশা করি, আমার অন্যান্য কাজেও এটা টিকে থাকবে। টেক্সাসে জন্ম নেয়া সন্ডার্স থাকেন নিউইয়র্কে। এর আগে বিভিন্ন গল্পগ্রন্থের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। লিংকন ইন দ্য বার্ডো তার প্রকাশিত নবম বই। এই উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে ১৮৬২ সালের এক বাস্তব ঘটনার পটভূমিতে। যখন প্রেসিডেন্ট লিংকনের ১১ বছর বয়সী ছেলেকে ওয়াশিংটন ডিসির একটি কবরস্থানে শোয়ানো হচ্ছে। উপন্যাসটির এক-তৃতীয়াংশ লেখার পর সন্ডার্সের মনে হচ্ছিল, তার এই লেখা আদৌ কেউ পড়তে আগ্রহী হবে কি না।
×