ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খন্দকার মাহবুবুল আলম

সচেতনতার বিকল্প নেই

প্রকাশিত: ০৫:০০, ১৯ অক্টোবর ২০১৭

সচেতনতার বিকল্প নেই

নেশার জগতে আরেক নতুন মাত্রা যোগ হলো ‘গেম আসক্তি’। এই গেম আসক্তির খবর আমাদের নতুন মাত্রায় পড়তে ও শুনতে হচ্ছে। এ কথা সত্য যে, শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীদেরও অনেকে কম্পিউটারে, মোবাইলে নানা ধরনের গেম খেলতে খেলতে এক ধরনের আসক্ত হয়ে পড়ছে। এমন গেম আসক্তিরা সারাক্ষণ মোবাইল হাতে অন্য এক জগতে ডুব দিয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলেই অনলাইনভিত্তিক এসব গেম খেলে থাকে। অনেকে অনলাইন বা ইন্টারনেট থেকে ডাউনলোড করেই খেলে। মাত্রাতিরিক্তভাবে এসব গেম খেলতে গিয়ে যখন সংশ্লিষ্টরা আসক্ত হয়ে পড়ে তখন স্বাভাবিক কাজকর্ম ও লেখাপড়াতেও অমনোযোগী হয়ে পড়তে থাকে। এমন ক্ষেত্রে দেখা গেছে পরিবারের কারও কথা বা কোন পরামর্শ শুনতে চায় না ওরা। এ পৃথিবীতে থেকেও যেন অন্য এক পৃথিবীর বাসিন্দা হয়ে ওঠে। এমন দৃশ্য কারও নজর এড়িয়ে যাবার নয়। তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনার বিষয়টি বুঝে না। ‘আসক্তি’ হচ্ছে মন ও মননে এক ধরনের অন্ধকারের বিস্তার ঘটানো। সেই মানসিক অভ্যস্ততার এক ধরনের অন্ধকারে আসক্তরা নিজেদের অবস্থাকে দেখতে পায় না। আসক্তরা নিজেদের আত্মবিনাশ টের পায় না। বিশেষত শিশু-কিশোররা তাদের মধ্যে মজা বা আনন্দ লাভের জন্য গেম খেলবে এটাই স্বাভাবিক, তবে তা যখন স্বাভাবিকতার পর্যায় পেরিয়ে আসক্তিতে রূপ নেয় তখনই ঘটে বিপত্তি। ‘ব্লু হোয়েল’ বা ‘নীল তিমি’ নামীয় গেমটির সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে এটি খেলতে গিয়ে সংশ্লিষ্ট গেমারদের অনেকে এক ধরনের এ্যাডভেঞ্জার স্বরূপ চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে আত্মহত্যায় উদ্বুদ্ধ হয়ে ওঠে। এ কেমন আসক্তি! বিগত ২০০১ সালে রাশিয়ার এক তরুণ ‘ফিলিপ বুদেকিন’ এই প্রাণঘাতী গেমটি তৈরি করেছিল। এ খেলাটি খেলতে গিয়ে ভারত-রাশিয়াসহ বিশ্বের ক’টি দেশে সংশ্লিষ্ট গেমারদের অনেকে আত্মহত্যা করেছে। এ রকম কোন গেম খেলতে খেলতে গেমার এক পর্যায়ে আত্মহত্যা করবে এমনটি কেউ অতীতে কোনদিন ভেবেছেন? মানুষের বুদ্ধি চমৎকার জিনিস! চমৎকার ম্যাজিক! বুদ্ধিগুণেই মানুষ জেতে, স্বীয় বুদ্ধির কাছেই মানুষ আবার হেরে যায়। বুদ্ধিমান হওয়া ভাল, বুদ্ধির অপপ্রয়োগ কখনও ভাল নয়। যারা বুদ্ধির অপপ্রয়োগ ঘটিয়ে মানুষকে অন্ধকারে ঠেলে দেয়, তারা কখনও মানুষের জন্য কল্যাণকর নয়। এই গেমটি (বুø হোয়েল) হচ্ছে রাশিয়ার সেই তরুণ বুদেকিনের বুদ্ধির অপপ্রয়োগ মাত্র। যারা তাঁর বুদ্ধি প্রণীত এই প্রাণঘাতী গেমটিতে একবার ঢুকে পড়ে, তাদের আর বেরুনোর সুযোগ থাকে না। ‘মৃত্যুই তার শেষ পরিণতি হয়ে উঠতে পারে! ভাবতে অবাক লাগে কি ভয়ঙ্কর কা-! পারিবারিক সচেতনতার কোন বিকল্প নেই। আনন্দ বাজার, বন্দর, চট্টগ্রাম থেকে
×