ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সঙ্কট দিল্লী ঢাকা এক দৃষ্টিতে দেখছে না ॥ সৈয়দ মোয়াজ্জেম আলী

প্রকাশিত: ০৮:৪২, ১৮ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট দিল্লী ঢাকা এক দৃষ্টিতে দেখছে না ॥ সৈয়দ মোয়াজ্জেম আলী

জনকণ্ঠ ডেস্ক ॥ দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, রোহিঙ্গা সঙ্কট কোন্ পথে মোকাবেলা করা যায়, সেটা ভারত ও বাংলাদেশ ঠিক এক দৃষ্টিতে দেখছে না বা দেখা সম্ভবও নয়। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে যেহেতু ভারতের সরাসরি কোন সীমান্ত নেই তাই এ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা হওয়াটাই স্বাভাবিক । খবর বিবিসির। ভারত রোহিঙ্গাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করলেও বাংলাদেশ যে এটিকে মূলত মানবিক সঙ্কট হিসেবেই দেখছে সেটিও তিনি বলছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ভারতে ঢুকে পড়া রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা হলে সেটা তারা কিছুতেই মেনে নেবেন না। গত ৯ সেপ্টেম্বর খানিকটা হঠাৎ করেই দিল্লীর সাউথ ব্লকে গিয়ে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে জরুরী বৈঠক করেছিলেন বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়, সে বিষয়ে তাদের ওপর প্রভাব খাটাতে ভারতকে অনুরোধ করেছিলেন তিনি। নরেন্দ্র মোদি ও মিয়ানমারের আউং সান সুচির বৈঠকের পর রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা উল্লিখিত না হওয়ায় বাংলাদেশ যে হতাশ, সেটাও গোপন করেননি হাইকমিশনার। ওই বৈঠকের পর সে রাতেই ভারত এই সঙ্কট নিয়ে নিজেদের অবস্থান কিছুটা পরিমার্জন করে নতুন বিবৃতি দেয়। তবে তার প্রায় সোয়া মাস পর বাংলাদেশের এই হাইকমিশনার মনে করছেন, আসলে রোহিঙ্গা সঙ্কটকে ভারত ও বাংলাদেশের একই দৃষ্টিতে দেখা বোধহয় সম্ভবও নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলছিলেন, ‘এখানে আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা বলে মনে হচ্ছে একটা সহজ কারণে-রাখাইন অঞ্চলটা ভারতের লাগোয়া নয়। রাখাইন যদি ভারতের লাগোয়া হত, তাহলে বাংলাদেশের মতো ভারতকেও একই পরিণাম ভোগ করতে হত।’
×