ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৫ হাজার রোহিঙ্গা এখনও সীমান্তের কাছে আটকা

প্রকাশিত: ০৮:৪১, ১৮ অক্টোবর ২০১৭

১৫ হাজার রোহিঙ্গা এখনও সীমান্তের কাছে আটকা

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমার সেনাবাহিনীর হাতে দমন-পীড়নের শিকার হয়ে অন্তত ১৫ হাজার রোহিঙ্গা এখনও বাংলাদেশ সীমান্তের কাছে আটকা রয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সীমান্তের কাছে নতুন করে আসা এসব রোহিঙ্গার ত্রাণ সহায়তা নিয়ে ইউএনএইচসিআর শঙ্কিত। খবর বিবিসি অনলাইনের। বাংলাদেশে প্রবেশের আগে সীমান্তে আটকা রোহিঙ্গাদের সীমান্তে যাচাই-বাছাই করার প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। এরপর দ্রুততম সময়ের মধ্যে এসব রোহিঙ্গাকে বাংলাদেশ সীমানার আরও ভেতরে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। সংস্থাটির মুখপাত্র আন্দ্রেজ মাহেচিক বলেন, যে কোন দেশ তার সীমানায় আসা লোকজন সম্পর্কে খবর নেবে এটাই স্বাভাবিক। তবে নতুন আসা রোহিঙ্গারা সীমান্তে মানবেতর অবস্থার মুখোমুখি হচ্ছেন বলে তিনি জানান। জাতিসংঘের তথ্যমতে কমপক্ষে পাঁচ লাখ আশি হাজার রোহিঙ্গা এ বছরের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের জন্য খাদ্য ও প্রাথমিক স্বাস্থ্যসেবার অভাব রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। সোমবার সংস্থাটি এ বিষয়ক কিছু ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যাচ্ছে, উখিয়ার পালংখালীর কাছে নাফ নদী পার হয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছেন। মাঝে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের হার হ্রাস পেয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে নতুন করে সীমান্তে রোহিঙ্গাদের ঢল দেখা যাচ্ছে।
×