ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোলাপবাগ মাঠ নতুন করে সাজানো হচ্ছে ॥ নির্মাণ কাজ উদ্বোধন আজ

প্রকাশিত: ০৮:১৫, ১৮ অক্টোবর ২০১৭

গোলাপবাগ মাঠ নতুন করে সাজানো হচ্ছে ॥ নির্মাণ কাজ উদ্বোধন আজ

স্টাফ রিপোর্টার ॥ বছরের পর বছর ব্যবহারের অনুপযোগী থাকার পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে নতুনরূপে সাজানো হচ্ছে রাজধানীর ধলপুরের গোলাপবাগ মাঠ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার এ মাঠটির আয়তন সবচেয়ে বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রায় ১৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে মাঠটিকে বিশ্বের উন্নত শহরের খেলার মাঠের মতো সাজানোর কাজ হাতে নিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিশেষ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘জলসবুজে ঢাকা’ নামে প্রকল্পের কাজের অংশ হিসেবে এই মাঠটিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। ডিএসসিসি সূত্র জানায়, আজ মাঠটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন মেয়র সাঈদ খোকন। সূত্র জানায়, বুধবার থেকে শুরু হওয়া এই প্রকল্পটির মেয়াদ আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে।
×