ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণের ওপর ঢাকায় সম্মেলন

প্রকাশিত: ০৫:৪২, ১৮ অক্টোবর ২০১৭

রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণের ওপর ঢাকায় সম্মেলন

অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স ওপিসিডব্লিউর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাসায়নিক অস্ত্র কনভেনশনের বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ (বিএনএসিডব্লিউসি) আয়োজিত ‘কেমিক্যাল উইপন্স কনভেনশন ফর দ্য পিসফুল ইউজেস অব কেমিস্ট্রি’ শীর্ষক জাতীয় সম্মেলন মঙ্গলবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশের রাসায়নিক দ্রব্যের নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ, ব্যবহার ও ব্যবসার সঙ্গে জড়িত মন্ত্রণালয়সমূহ, বিসিএসআইআর, বিসিআইসি, এফবিসিসিআই, এনবিআর, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানের মোট ১৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। -আইএসপিআর ‘কারাগারের রোজনামচা’ ইংরেজীতে প্রকাশিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’র ইংরেজী অনুবাদ প্রকাশ করছে বাংলা একাডেমি। বইটির ইংরেজী সংস্করণ শিরোনাম রাখা হয়েছে ‘প্রিজন ডায়েরি।’ জাতির পিতার লেখা বহু পঠিত ও বিক্রীত এ বইটির প্রকাশনা প্রতিষ্ঠান বাংলা একাডেমির সংশ্লিষ্ট বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। ইংরেজীতে বইটি প্রকাশের কাজ এগিয়ে চলেছে বলেও একাডেমি থেকে জানানো হয়। বইটি ইংরেজীতে অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ফকরুল আলম। ইংরেজীতে অনূদিত বইটি প্রায় সাড়ে তিনশ’ পৃষ্ঠায় প্রকাশিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধানে এ বইটি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে একুশের গ্রন্থ মেলায় প্রথম প্রকাশ করে বাংলা একাডেমি। -বাসস
×