ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউজিসি চেয়ারম্যানের নামে অর্থ সহায়তা চাওয়ার অভিযোগ

প্রকাশিত: ০৫:৪২, ১৮ অক্টোবর ২০১৭

ইউজিসি চেয়ারম্যানের নামে অর্থ সহায়তা চাওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে অর্থ সহায়তা চাওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে অসাধু চক্রের সক্রিয় হয়ে ওঠার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সকলকে অপরাধী চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইউজিসি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইউজিসি বলেছে, কোন এক ব্যক্তি ০১৭২৩৮৫২৮৫৭ নম্বর মোবাইল ব্যবহার করে এই ঘটনা ঘটাচ্ছেন। মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের নাম ব্যবহার করে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের উপাচার্যদের কাছে তার নিকট আত্মীয়-স্বজনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করে কোন এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করছে। দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয় থেকে ফোন করে বিষয়টি বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে বিশ^বিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা যাচ্ছে, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। রাজধানীতে পাসপোর্ট অফিসের ২০ দালালের জেল-জরিমানা স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ দালালকে জেল-জরিমানা করেছে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের নির্দেশে ওই এলাকায় সাতটি অবৈধ দোকান উচ্ছেদ ও অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে আদালত এ অভিযান পরিচালনা করে। আটকের পর তাদের সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়। তাদের মধ্যে ছয় মাসের দণ্ডিতরা হলেন- মোঃ খোকন, হেলাল, আনিক, সোহাগ শিকদার। তিন মাসের দ-িতরা হলেন- মাসুম হোসেন হাওলাদার, জীবন শিকদার, রুবেল হোসেন, মনা, আরিফ হোসেন, মামুন, জসীম গাজী, তুহিন মিয়া ও সুমন ম-ল। দুই মাসের দণ্ডিতরা হলেন- আমজাদ হোসেন, নুর মোহাম্মদ নান্নু, আয়নাল হক ও মিনারা বেগম। এক মাসের দ-িতরা হলেনÑ মহসিন মিয়া, দারগা আলী ও সোলায়মান সরকার।
×