ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খেলার সূচী

প্রকাশিত: ০৫:৪১, ১৮ অক্টোবর ২০১৭

খেলার সূচী

* বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ ॥ দ্বিতীয় ম্যাচ আজ দুপুর ২টা থেকে মাছরাঙা টেলিভিশন, জিটিভি ও সুপার স্পোর্ট ২ চ্যানেলে সরাসরি সম্প্রচার। এশিয়া কাপ হকি ॥ মালয়েশিয়া-পাকিস্তান ম্যাচ আজ বেলা ৩টা, ভারত-দক্ষিণ কোরিয়া ম্যাচ আজ বিকেল ৫টা ৩০ মিনিট ও জাপান-ওমান ম্যাচ আজ রাত ৮টা থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ২ ও সুপার স্পোর্ট ৭ চ্যানেলে। ম উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ॥ বেয়ার্ন মিউনিখ-সেল্টিক ম্যাচ সুপার স্পোর্ট ১ চ্যানেল, জুভেন্টাস-স্পোর্টিং ম্যাচ সুপার স্পোর্ট ২ চ্যানেল, চেলসি-রোমা ম্যাচ সুপার স্পোর্ট ৩ চ্যানেল, আন্ডারলেচট-প্যারিস সেইন্ট-জার্মেইন ম্যাচ সুপার স্পোর্ট ৫ চ্যানেল, বেনফিকা-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ সুপার স্পোর্ট ৬ চ্যানেল, মস্কো-বাসেল ম্যাচ সুপার স্পোর্ট ৮ চ্যানেল ও বার্সিলোনা-অলিম্পিয়াকোস ম্যাচ সুপার স্পোর্ট ৯ চ্যানেলে আজ রাত ১২টা ৪৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার। ফিফা অনূর্ধ-১৭ বিশ্বকাপ ॥ ঘানা-নাইজার ম্যাচ আজ বিকেল ৫টা ৩০ মিনিট ও ব্রাজিল-হন্ডুরাস ম্যাচ আজ রাত ৮টা ৩০ মিনিট থেকে সনি টেন ২ ও সুপার স্পোর্ট ৯ চ্যানেলে সরাসরি সম্প্রচার। * পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ॥ তৃতীয় ম্যাচ আজ বিকেল ৫টা থেকে সনি সিক্স ও সুপার স্পোর্ট ৮ চ্যানেলে সরাসরি সম্প্রচার।
×