ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম শিরোপা জিতে ২৯ ধাপ এগিয়েছেন রাশিয়ান তারকা

শারাপোভার র‌্যাঙ্কিংয়ে উচ্চ লম্ফ

প্রকাশিত: ০৫:৪০, ১৮ অক্টোবর ২০১৭

শারাপোভার র‌্যাঙ্কিংয়ে উচ্চ লম্ফ

স্পোর্টস রিপোর্টার ॥ নিষিদ্ধ ওষুধ মেলডোনিয়াম গ্রহণের কথা স্বীকার করেও ফেঁসে গিয়েছিলেন। কেউ কিছু টের না পেলেও নিজে স্বীকারোক্তি দিলেও শাস্তি থেকে রেহাই পাননি। ১৫ মাস টেনিস কোর্টের বাইরে থাকতে হয়েছে মারিয়া শারাপোভাকে। যখন ফিরেছিলেন র‌্যাঙ্কিং এতটাই পিছিয়ে গিয়েছিল যে সবগুলো টুর্নামেন্টে খেলতে হয়েছে আয়োজকদের দয়ায় ওয়াইল্ড কার্ড নিয়ে। ফেরার পর অবশ্য পারফর্মেন্স নিয়েও বেশ যুদ্ধ করতে হয়েছে, অবশেষে ভাল সময় ফিরছে সাবেক এই বিশ্বের এক নম্বরের জন্য। ফেরার পর প্রথম ডব্লিউটিএ শিরোপা জিতেছেন চীনে এসে তিয়ানজিন ওপেনে। আর তাতেই ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ২৯ ধাপ লাফিয়ে এখন ৫৭ নম্বরে চলে এসেছেন রাশিয়ান এই টেনিস সেনসেশন। এই র‌্যাঙ্কিংটাও ধরে রাখতে পারলে আর কোন মেজর টুর্নামেন্টে সরাসরি খেলতে কোন বাধাই থাকবে না মাশার। ৩০ বছর বয়সী শারাপোভা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নিজেকে ভাল অবস্থানে ফেরানোর। কিন্তু মিশ্র পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। কোন টুর্নামেন্ট জিততে পারছিলেন না, র‌্যাঙ্কিংয়েও দ্রুত উন্নতি হচ্ছিল না। অবশেষে তিয়ানজিন ওপেনের ফাইনালে বেলারুশের কিশোরী আরিনা সাবালেঙ্কাকে ৭-৫, ৭-৬ (১০-৮) সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফাঁড়া কাটিয়েছেন। এবার শুধুই সামনের দিকে এগিয়ে চলা। সেই অনুপ্রেরণা পেয়ে গেছেন। বুঝে গেছেন এখনও বড় শিরোপা হাতে তোলার সামর্থ্য রয়েছে। এই সপ্তাহে মস্কোয় ক্রেমলিন কাপে অংশ নেবেন তিনি। তবে তিয়ানজিন ওপেনের অনেক আগেই লাইনআপ হয়ে যাওয়াতে সেখানে ওয়াইল্ড কার্ড নিয়েই অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। তিয়ানজিন ওপেনের পর সোমবার নতুন করে ডব্লিউটিএ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। চীনের এই টুর্নামেন্টে ৮৬ নম্বরে থেকে শুরু করেছিলেন শারাপোভা। এখন তিনি ২৯ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৫৭ নম্বরে। তবে সেরা দশে কোন পরিবর্তন আসেনি। শীর্ষে ওঠা রোমানিয়ার সিমোনা হ্যালেপ এগিয়েই আছেন স্পেনের গারবিন মুগুরুজার চেয়ে। মাত্র ৪০ পয়েন্টের ব্যবধান দু’জনের মধ্যে। সিমোনার পয়েন্ট বর্তমানে ৬১৭৫ এবং মুগুরুজার ৬১৩৫।
×