ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হকির উন্নয়নে অবদান বিমানবাহিনী প্রধানের পুরস্কার লাভ

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ অক্টোবর ২০১৭

হকির উন্নয়নে অবদান বিমানবাহিনী প্রধানের পুরস্কার লাভ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চীফ মার্শাল আবু এসরার এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কাছ থেকে ‘ডিপ্লোমা অব মেরিট’ পুরস্কার লাভ করেছেন। এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তায়েব ইকরাম সোমবার রাতে ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবের মঞ্চে আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনী প্রধানকে এ পুরস্কার হস্তান্তর করেন। বাংলাদেশ হকি তথা বিশ্ব ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য বিমানবাহিনী প্রধান এ পুরস্কার লাভ করেন। এছাড়া এএইচএফ নতুন গঠিত এএইচএফ ক্রীড়া বিষয়ক স্ট্র্যাটেজি এ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বাহফের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনিরকে নিয়োগ দিয়েছে। এশিয়া হকি প্রবৃদ্ধির লক্ষ্যে কমিটি নতুন লক্ষ্য তৈরি করবে।
×