ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারীর অধিকার বিষয়ক জাতীয় সম্মেলন

নারী নির্যাতন, বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ অক্টোবর ২০১৭

নারী নির্যাতন, বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সরকার নারীর প্রতি সহিংসতা রোধে আইন প্রণয়ন, নীতিমালা তৈরিসহ নারীর পক্ষে কাজ করছে। তবে আইন প্রনয়ণ করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না। নারী নির্যাতন সামাজিক ব্যাধি, এ ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে। যখন যেখানেই নারী নির্যাতন, বাল্যবিয়ে, অন্যায় দেখবেন সেখানেই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান। নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক সব ধরনের নির্যাতনকে বন্ধ করতে এবং নারীর অধিকার সমুন্নত করার লক্ষ্যে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে এ্যাম্বেসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডসের আর্থিক সহায়তায় ‘সখি’ প্রকল্পের আওতায় মঙ্গলবার বাংলা একাডেমিতে ‘নারীর অধিকার (যৌন ও প্রজনন স্বাস্থ্য) বিষয়ক জাতীয় সম্মেলন ২০১৭’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর অধিকার আদায়, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন। আমাদের সরকার এ বিষয়টিকে যথেষ্ট বিবেচনায় রাখছে। আমরা লক্ষ্য করেছি যে, নারীরা তাদের কাজে পুরুষদের তুলনায় বেশি সৎ, বেশি দায়িত্বশীল। আমরা নারীদের পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছি, বর্ডার গার্ড বাংলাদেশে নারীদের সম্পৃক্ত করেছি, কারণ আমরা মনে করি নারীরা দুর্বল নয়, নারীরাও পুরুষের সমান পারদর্শী ও সাহসী। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, নিরাপত্তাহীনতার বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে। নারীকে ছাড়া দেশ এগিয়ে যেতে পারবে না, দেশকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ সবাইকে সমান্তরালে এগিয়ে যেতে হবে। তিনি আমরাই পারি চেঞ্জমেকারদের উৎসাহ দেন এবং নারী নির্যাতনবিরোধী আন্দোলনে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান। আমরাই পারি জোটের চেয়ারপার্সন সুলতানা কামাল সভাপ্রধানের বক্তব্যে বলেন, আমরা সব ধর্ষক, নারী নির্যাতনকারী, মানবাধিকার লঙ্ঘনকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছি, সব নির্যাতনকারীদের রুখে দিতে চাই আমাদের ইচ্ছা, আমাদের প্রচেষ্টা এবং আমাদের কাজের মধ্য দিয়ে। আমরা এমন একটা জীবন চাই যে জীবন হবে মর্যাদাপূর্ণ, সম্মানজনক, স্বাধীন, বৈষম্য ও নির্যাতনমুক্ত। আমরা একটি নির্যাতনমুক্ত, বৈষম্যমুক্ত পরিবার চাই, সমাজ চাই। আমরা তনু, রিশা, রুপাসহ সব হত্যার বিচার চাই। বিশেষ অতিথির বক্তব্যে এ্যাম্বেসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডসের ফার্স্ট সেক্রেটারি ডাঃ আনি ভেশচেঞ্জ বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার একটি মানবাধিকার, তাই আমাদের সবার নিজের শরীর, স্বাস্থ্য ও সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে। চেঞ্জমেকাররাই পারেন নারীসহ সবার মানবাধিকার রক্ষা করতে। এ যুব নারী-পুরুষ ও তরুণ চেঞ্জমেকাররাই পারেন পরিবর্তন আনতে, তারাই পরিবর্তন আনছেন। তারাই ধর্ষণ, নারীর প্রতি সহিংতাসহ সব নির্যাতন বন্ধ করতে পারবেন। মেয়েদের জন্য আমার আহ্বান, ভালভাবে লেখাপড়া করো, নিজেকে গড়ে তোলো এবং নিজের অধিকার আদায়ে লড়াই করো। লড়াই ছাড়া কোনকিছু পাওয়া যায় না। আমাদের সামনেই সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে। সম্মানিত অতিথি কাজী রোজী এমপি বলেন, চলতে মানা, হাসতে মানা, কইতে মানা- এত মানা আমরা মানি না। আমরা স্বপ্নের পথে এগিয়ে যেতে চাই। আমরা পারি বললে আসলে আমরা সবাই পারি না, আমরাই পারি বললে আমরা সবাই সব অন্যায়, অবিচার, নির্যাতন রুখে দিতে পারি। শরীর আমার সিদ্ধান্ত আমার। তাই বলতে চাই, আমি নারী আমি আমার ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেব। আমিই ঠিক করব আমি কখন কী করব, আমার ওপর কেউ সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। আরেক চেঞ্জমেকার হাবিবুর রহমান বলেন, আমি আমার স্ত্রীর ওপর অনেক জুলুম করেছি। তখন মনে হতো আমার বউ আমি পিটামু, তাতে কার কী। কিন্তু আমরাই পারির চেঞ্জমেকার হওয়ার পর বুঝছি, এটা হলো পারিবারিক নির্যাতন, যা করা আমার উচিত হয়নি। আমি এখন আর নির্যাতন করি না। অন্য পুরুষদের বলি, আপনারাও নির্যাতন করবেন না। নারীকে তার মর্যাদা ও অধিকার দিন। ‘আমার বাবাকে দেখেছি আমার মায়ের ওপর নির্যাতন করতে। মাকে তিনি কখনও চাকরি করতে দিতে চাননি। কিন্তু যখন বললাম তোমার মেয়েকে যখন একই রকম নির্যাতন করবে তখন তোমার কি ভাল লাগবে? তাহলে মায়ের কেমন লাগে বোঝো। আমরা সুস্থ, সুন্দর, নির্যাতনমুক্ত পরিবার চাই’- কথাগুলো বলেন আমরাই পারি চেঞ্জমেকার রুবিনা। উদ্বোধনী বক্তব্যে আমরাই পারি জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক বলেন, বাংলাদেশে বেশিরভাগ সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারকে স্বাস্থ্যসেবার মোড়কে দৃশ্যমান করা হয়েছে। কিন্তু মানবাধিকারের লেন্সে বিশ্লেষণ করা হয় খুব কম সময়ে। বিশেষ করে নারী নির্যাতনের ঘটনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার লঙ্ঘন এ দেশে একটি স্বাভাবিক বাস্তবতা। নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আয়োজনে আমরাই পারি নাট্যদলের উপস্থাপনা তিনকন্যা ও বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়। বাল্যবিয়ে, ধর্ষণ, পারিবারিক জীবনে যৌন সম্পর্ক এবং কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আমরাই পারি জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক, আমরাই পারি জোটের সদস্য এ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিংয়ের প্রধান ইসমত জাহান এবং এসআরএইচআর স্পেশালিস্ট ডাঃ শাহানা নাজনীন। সেমিনারে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল প্রজেক্টের পরিচালক ড. আবুল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেনÑ চেঞ্জমেকার সদস্য, স্টুডেন্ট চেঞ্জমেকার ফোরাম সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, সরকারের নীতিনির্ধারণী প্রতিনিধি, নারী সংগঠনের নেত্রীবৃন্দ, সমমনা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, লেখক ও দেশবরেণ্য ব্যক্তিত্ব।
×