ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ অক্টোবর ২০১৭

বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাপন এ্যান্ড গংয়ের মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে। চারবছরের মেয়াদ পূর্ণ করেছেন নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ। ২০১৩ সালের ১৭ অক্টোবর বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পাপন। একইদিন পরিচালনা পর্ষদও দায়িত্ব গ্রহণ করেছিল। যে পর্ষদে ছিলেন আজম নাছির উদ্দিন, মাহবুবুল আনাম, নাঈমুর রহমান দুর্জয়, মঞ্জুর কাদের, আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ, আফজালুর রহমান সিনহা, আহমেদ ইকবাল হাসান, ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুস, লোকমান হোসেন ভুঁইয়া, গাজী গোলাম মর্তুজা, হানিফ ভুঁইয়া, তানজিল চৌধুরী, প্রয়াত নাজমুল করিম টিংকু, নজিব আহমেদ, সৈকত আজিজ রাসেল, খালেদ মাহমুদ সুজন, আকরাম খান, কাজী ইনাম আহমেদ, শেখ সোহেল, সাইফুল আলম স্বপন, এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, আব্দুল আওয়াল চৌধুরী ভুলু ও শফিউল আলম চৌধুরী। সামনেই ৩১ অক্টোবর বিসিবির নির্বাচন। এবার ২৩ পরিচালক বিসিবিতে থাকবেন।
×