ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আয়ারল্যান্ড ‘এ’ ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে পরিত্যক্ত

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ অক্টোবর ২০১৭

প্রথম ওয়ানডে পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার এ ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। দুই দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এখন বাকি থাকল আর চারটি ওয়ানডে। যে ওয়ানডেগুলো ১৯ (দ্বিতীয় ওয়ানডে), ২১ (তৃতীয় ওয়ানডে), ২৪ (চতুর্থ ওয়ানডে) ও ২৬ (পঞ্চম ওয়ানডে) অক্টোবর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নেয়া আয়ারল্যান্ডের ইনিংসটি পুরোপুরিই শেষ হয়। ৪৯.১ ওভারে ২২৯ রান করে আইরিশরা। টেরি সর্বোচ্চ ৬৫ রান করেন। বল হাতে আবুল হাসান রাজু, তানভির হায়দার, আবু হায়দার রনি ও শুভাশীষ রায় দুটি করে উইকেট নেন। সফরকারীরা যে রান করে তাতে জেতার সম্ভাবনা ছিল বাংলাদেশেরই। দুর্দান্তভাবে এগিয়ে চলছিল বাংলাদেশ ‘এ’ দল। জাকির হাসানের অপরাজিত ৩৫ রানে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৪ রানও করে ফেলে স্বাগতিকরা। কিন্তু বৃষ্টিতে এরপর আর খেলাই হয়নি। তাই পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি।
×