ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিইসিকে কম কথা বলার পরামর্শ নাসিমের

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ অক্টোবর ২০১৭

সিইসিকে কম কথা বলার পরামর্শ নাসিমের

স্টাফ রিপোর্টার ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সিইসির উদ্দেশে তিনি বলেন, আপনারা রেফারি। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা আপনাদের কাজ । আপনারা সেটাই করুন। আর কথা কম বলেন। কথা বলার জন্য আমরা রাজনীতিবিদরা আছি। মঙ্গলবার দুপুরে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আলী হোসেন বক্তব্য রাখেন। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে নাসিম বলেন, এটা একটা সাংবিধানিক পোস্ট। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অনুরোধ করব। সব দল যাতে নির্বাচনে আসে সেই ব্যবস্থা করতে বলব।
×