ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিজেট স্পিনার মোবাইল!

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ অক্টোবর ২০১৭

ফিজেট স্পিনার মোবাইল!

চলতি বছরে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলনা হচ্ছে ফিজেট স্পিনার। আলোচিত এ খেলনা এবার নতুন রূপে এসেছে মোবাইলের মাধ্যমে। তবে তার আগে চলুন জেনে নেয়া যাক ফিজেট স্পিনার কী। ফিজেট স্পিনার খেলনাটিতে একটি বল বিয়ারিং বসানো থাকে। বিয়ারিংটির মাঝখানে ধরে স্পিনারটিকে ঘোরানো যায়। এটা ঘোরাতে ঘোরাতে হাতে একটা মজার অনুভূতি হয়। যে কোন ব্যক্তির স্নায়ুবিক শক্তি বা মানসিক চাপ কমাতে এবং মনযোগী হতে এ খেলনা সাহায্য করে বলে অনেকের দাবি। ১৯৯৩ সালে উদ্ভাবিত এ খেলনাটি নিয়ে ২০১৭ সালের শুরুর দিকেও জনসাধারণের মধ্যে কোন মাথাব্যথাই ছিল না। ধারণা করা হয়, চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের একটি স্কুলের ক্লাসে নিষিদ্ধ করে দেয়ার ঘটনার পরপরই এটা লক্ষণীয় মাত্রায় জনপ্রিয় হয়ে ওঠে। এরপর থেকে ফিজেট স্পিনার সর্বত্র ছড়িয়ে পড়ে। মারাত্মক আসক্তি তৈরি করে বলে অনেক ব্যবহারকারী ও অভিভাবক এ খেলনা নিয়ে উদ্বিগ্ন। সবচেয়ে বেশি বিতর্কের কারণ সম্প্রতি বিশ্বের অনেক দেশের প্রচুর স্কুল তাদের ক্লাসরুম থেকে ফিজেট স্পিনার নিষিদ্ধ করে দিয়েছে। তুমুল জনপ্রিয় এ খেলনাকে এবার অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। ডিজাইনাররা কিপ্যাড, স্ক্রিন ও ব্লুটুথ সুবিধা যুক্ত করে তৈরি করেছেন ফিজেট স্পিনার মোবাইল। ‘কে১১৮’ মডেলের এ ফোনটি তৈরি করেছে হংকংভিত্তিক চিলি ইন্টারন্যাশনাল এবং এটি ছয়টি রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির ফিচারের মধ্যে রয়েছেÑ ১ ইঞ্চির (২ দশমিক ৫ সেন্টিমিটিার) ছোট স্ক্রিন, কিপ্যাড, ২শ’ ৮০এমএএইচ ব্যাটারি, ৩২ মেগাবাইট স্টোরেজ, ব্লুটুথ। স্ক্রিন এবং কিপ্যাডের মাঝখানে থাকা থাম্বপ্যাডটির মাধ্যমে ফোনটিকে স্পিনার হিসেবে ঘোরানোও যাবে। চিলি ব্র্যান্ডের ‘কে১১৮’ মডেলের এ ফিজেট স্পিনার সুবিধার মোবাইলটি কেবলমাত্র ভারতে পাওয়া যাচ্ছে। কেনা যাবে ‘এ্যামাজন ইন্ডিয়া’ ওয়েবসাইট থেকে। -ডেইলি মেইল
×