ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুপার ফোরের লড়াই শুরু আজ

প্রকাশিত: ০৫:৩৬, ১৮ অক্টোবর ২০১৭

সুপার ফোরের লড়াই শুরু আজ

রুমেল খান ॥ ৩২ বছরের প্রতীক্ষা। অবশেষে আবারও স্বাগতিক হিসেবে আসর আয়োজনের দায়িত্ব লাভ। টুর্নামেন্ট শুরুর কাউন্টডাউন। টুর্নামেন্ট শুরু আশ্বিনে। কার্তিকে হবে শেষ। বিদায় নিয়েছে আশ্বিন। চলে এসেছে কার্তিক। ‘এশিয়া কাপ হকি’র দশম আসরের অর্ধেক খেলা শেষ হয়েছে। এখন বাকি অর্ধেকের সাঙ্গ হবার পালা। ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে গ্রুপ পর্যায়ের (‘এ’ এবং ‘বি’) ১২টি খেলা। একদিন বিরতির পর আজ বুধবার থেকে আবারও ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকিপ্রেমীরা উপভোগ করতে পারবেন নীল টার্ফে আট দলের খেলোয়াড়দের স্টিক-বলের কারুকার্যের জমজমাট দ্বৈরথ। আজ থেকে একই সঙ্গে আরম্ভ হবে ‘সুপার ফোর’ এবং স্থান নির্ধারণীর (পঞ্চম থেকে অষ্টম) লড়াই। প্রথমদিনে আজ অনুষ্ঠিত হবে তিনটি খেলা। দুটি সুপার ফোরের এবং একটি স্থান নির্ধারণীর। বিকেল ৩টায় সুপার ফোরের প্রথম ম্যাচে মালয়েশিয়া মোকাবেলা করবে পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় ভারত মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে রাত ৮টায় জাপান লড়াই করবে ওমানের বিরুদ্ধে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল মালয়েশিয়া। গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সুপার ফোরে নাম লেখায় তারা। ৩ ম্যাচের প্রতিটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় তারা। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মতো তারাও চলতি টুর্নামেন্টে এখনও কোন ম্যাচে হারের স্বাদ পায়নি। তবে মোট দলীয় গোল করার ক্ষেত্রে ভারতকে টপকে গেছে তারা। মালয়েশিয়ার প্রতিপক্ষ পাকিস্তান হচ্ছে ‘এ’ গ্রুপের রানার্সআপ। এই আসরের তিনবারের চ্যাম্পিয়ন। গ্রুপে ৪ পয়েন্ট লাভ করে তারা। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারলেও ক্ষতি হয়নি তাদের। কেননা গ্রুপ রানার্সআপ হয়ে তারাও কপালগুণে নাম লিখিয়েছে সুপার ফোরে। তাদের সমান পয়েন্ট ছিল জাপানেরও। কিন্তু গোল তফাতে জাপানের চেয়ে এগিয়ে থাকায় পাকিস্তানই যায় সুপার ফোরে। ফলে গত রবিবার বাংলাদেশকে হারিয়েও কপাল পোড়ে জাপানের, আর ভারতের কাছে হেরেও বেঁচে যায় পাকিস্তান। ভারত হচ্ছে ‘এ’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন। দু’বারের চ্যাম্পিয়ন। চলতি টুর্নামেন্টে প্রচুর গোল করার পাশাপাশি তাদের কঠিন ডিফেন্সও নজর কেড়েছে। এ পর্যন্ত তারাই সবচেয়ে কম গোল হজম করেছে। গ্রুপে জাপানকে, বাংলাদেশকে এবং পাকিস্তানকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠে আসে তারা। আজ ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তারা হচ্ছে ‘বি’ গ্রুপের রানার্সআপ। এই আসরের সর্বাধিক (৪ বার) চ্যাম্পিয়ন তো বটেই, বর্তমান চ্যাম্পিয়ন তারাই। কিন্তু গ্রুপ ম্যাচে ওমানকে হারালেও নিজেদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা মালয়েশিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায়। স্থান নির্ধারণী ম্যাচে ওমান হচ্ছে ‘বি’ গ্রুপের চতুর্থ ও তলানির দল। গ্রুপের তিনটি ম্যাচেই হারে তারা। তবে প্রতিটি ম্যাচে হারলেও তাদের আক্রমণাত্মক খেলা এবং প্রতিম্যাচেই বিপক্ষের গোলপোস্টে বল পাঠানোয় হকিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। আজকের ম্যাচে তারা জয় কুড়িয়ে নিলেও আশ্চর্যের কিছু নেই। ওমানের প্রতিপক্ষ জাপান হচ্ছে ‘এ’ গ্রুপের তৃতীয় দল। তারা অল্পের জন্য সুপার ফোরে যেতে পারেনি। কেননা তাদের সমান পয়েন্ট ছিল পাকিস্তানেরও। কিন্তু গোল তফাতে পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকায় তারা সুপার ফোরে নাম লেখাতে ব্যর্থ হয়। ফলে গত রবিবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশকে হারিয়েও কপাল পোড়ে তাদের।
×